ইলন মাস্ক ও ভিভিয়ান উইলসন।
শেষ আপডেট: 11th March 2025 13:52
ভিভিয়ানের অভিযোগের বিষয়বস্তু এই প্রথম চর্চিত নয়। ২০২২ সালে ফোর্বস-এর একটি প্রতিবেদনে বলা হয়েছিল, মাস্কের অন্তত পাঁচ সন্তান আইভিএফ পদ্ধতির মাধ্যমে জন্মগ্রহণ করেছে, এবং প্রত্যেকেই জন্মের সময় পুরুষ হিসেবে নির্ধারিত হয়েছিলেন। প্রতিবেদনে মাস্কের সন্তান জন্ম দেওয়ার পদ্ধতিকে 'একটি যান্ত্রিক দৃষ্টিভঙ্গি' হিসেবে ব্যাখ্যা করা হয়।
প্রসঙ্গত, আমেরিকায় লিঙ্গ নির্ধারণ করে আইভিএফ করানো আইনত বৈধ হলেও এটি নৈতিকভাবে বিতর্কিত। বেশ কিছু দেশে, যেমন ভারত, কানাডা ও চিনে এটি নিষিদ্ধই ঘোষণা করা হয়েছে।
ধনকুবের মাস্কের প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের ছয় সন্তান। তাঁদের মধ্যেই একজন এই ভিভিয়ান উইলসন। ২০০৮ সালে ইলন মাস্কের সঙ্গে বিয়ে ভেঙে যায় জাস্টিন উইলসনের। তারপর থেকে মায়ের সঙ্গেই রয়েছেন ভিভিয়ান। তখন তার বয়স মাত্র চার। সেই থেকেই বাবার সঙ্গে দূরত্ব বাড়তে থাকে তার।
এর পরে ২০২০ সালে ইলন মাস্ক রূপান্তরকামীদের নিয়ে একটি বিতর্কিত টুইট করেছিলেন। তিনি লিখেছিলেন, 'আমি ট্রান্সদের সমর্থন করি, কিন্তু এই সমস্ত জিনিসগুলি একটি দুঃস্বপ্নের মতো।' এর পরে, বছর দুয়েক আগে রিপাবলিকান পার্টির প্রতি নিজের সমর্থন ঘোষণা করেছিলেন স্পেস এক্স সিইও মাস্ক। এই রিপাবলিকানরাই গোটা দেশজুড়ে রূপান্তরকামীদের ক্ষমতা সীমিত করার আইন প্রস্তাব করেছিল। সেই থেকেই আরও খেপে ওঠেন ভিভিয়ান।
এর পরে ২০২২ সালের এপ্রিল মাসেই বাবা ইলন মাস্কের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা আদালতে জানিয়েছিলেন জেভিয়ার। পিটিশনে জাস্টিন উইলসনের নাম তাঁর মা হিসেবে উল্লেখ করেন ভিভিয়ান। তিনি বলেন, 'আমার জন্ম সংশাপত্রে লিঙ্গের জায়গায় পুরুষ উল্লেখ করা রয়েছে। কিন্তু, লিঙ্গ পরিবর্তনের পর বর্তমানে আমি একজন নারী। এবং নতুন পরিচয়পত্রে আমি বাবার উল্লেখ চাই না। আমার নাম ভিভিয়ান, পদবী উইলসন।'
অভিযোগ, সেই থেকেই ভিভিয়ানকে নানা ভাবেই হেয় করে চলেছেন তাঁর বাবা ইলন মাস্ক। বারবারই বলেছেন, তাঁর ছেলে তাঁর কাছে মৃত। ভিভিয়ানও তাঁর বাবাকে বিঁধতে ছাড়েননি। 'ঠান্ডা ও নিষ্ঠুর' প্রকৃতির ব্যক্তি বলেই বারবার উল্লেখ করেছেন বাবা মাস্ককে।
এমনকি ২০২৪ সালে এক পডকাস্টে ইলন মাস্ক নিজে দাবি করেছিলেন, তাঁর মেয়ে 'অতিরিক্ত জ্ঞানের ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।' উইলসন সে সময়েও জানান, তাঁর বাবা বরাবরই তাঁর পরিচয় নিয়ে নিষ্ঠুর আচরণ করেছেন ও অবহেলা করেছেন। এবার তিনি অভিযোগ আনলেন নিজের জন্মের সময়ে তৈরি হওয়া লিঙ্গসঙ্কট নিয়েও।