শেষ আপডেট: 2nd November 2024 13:43
দ্য ওয়াল ব্যুরো: আবারও কর্মী ছাঁটাই এক্স থেকে! মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আসন্ন। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের হয়ে নানা জায়গায় প্রচারে দেখা যাচ্ছে এলন মাস্ককে। তার মধ্যে একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, মাস্ক তাঁর সংস্থা এক্স থেকে অনেক কর্মী ছাঁটাই করেছেন। যদিও কর্তৃপক্ষ বা খোদ এলন মাস্কের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
২০২২ সালে টুইটার কিনে নেওয়ার পর তার নাম বদল করে এক্স রাখেন এলন মাস্ক। ওই সময়ে তৎকালীন সিইও ছাড়াও একাধিক উচ্চপদস্থ কর্মী সহ অন্তত ৬ হাজার কর্মীকে মাস্ক ছাঁটাই করেছিলেন বলে খবর। এখন আবার আরও কয়েক শো কর্মীকে ছাঁটাই করা হয়েছে বলে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম রিপোর্ট করেছে। বলা হয়েছে, এই সিদ্ধান্তে সবথেকে বেশি প্রভাব পড়েছে ইঞ্জিনিয়ারিং বিভাগের ওপর।
চলতি বছর জানুয়ারি মাসে হাজার জন কর্মীকে ছাঁটাই করেছিলেন এলন মাস্ক বলে খবর। বিতর্কিত বা অশ্লীল কনটেন্ট আটকাতে না পারার দায়ে সুরক্ষা বিভাগের কর্মীদের চাকরি থেকে ছাঁটাই করেছিলেন তিনি। এমনিতেই সংস্থার দায়িত্ব নেওয়ার পর থেকে যে যে সিদ্ধান্ত নিয়েছেন মাস্ক তাতে কোম্পানির লাভ খুব একটা হয়। বারংবার তিনি তাঁর সিদ্ধান্তের জন্য সমালোচিত হয়েছেন। প্রাক্তন কর্মীরা তাঁর বিরুদ্ধে ক্ষোভও উগরে দিয়েছেন। এখন আবার নতুন করে কর্মী ছাঁটাইয়ের খবর বিতর্ক বাড়াল।
সম্প্রতি একটি প্রাসাদ কিনেছেন এলন মাস্ক। নিজের ১১ জন বাচ্চাকে রাখার জন্য টেক্সাসে প্রায় ২৯৫ কোটি টাকা দিয়ে এই প্রাসাদ কিনেছেন তিনি। ২০০২ সাল থেকে এ পর্যন্ত ১২ জন সন্তানের বাবা হয়েছেন মাস্ক। তাঁর প্রথম সন্তান ১০ সপ্তাহের মাথাতেই মারা যায়। ইনফ্যান্ট ডেথ সিন্ড্রোমে আক্রান্ত হয় সে। বাকি সকল সন্তান, স্ত্রী এবং প্রেমিকার সঙ্গে এক ছাদের তলায় থাকতেই প্রাসাদ কেনার সিদ্ধান্ত মাস্কের।