ইলন মাস্কের ফ্যাশন শো।
শেষ আপডেট: 22nd July 2024 10:02
দ্য ওয়াল ব্যুরো: হালফ্যাশনের নানারকম রঙিন পোশাক পরে, দুর্দান্ত স্টাইলের সঙ্গে ব়্যাম্পে হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন-সহ সারা বিশ্বের বিশিষ্ট রাষ্ট্রনেতারা। সেই ফ্যাশন শোয়ের ভিডিও শেয়ার করলেন ইলন মাস্ক। মুহূর্তে ভাইরাল হল সেটি।
না না, সত্যি এমনটা ঘটেনি। তবে কিনা এখন 'এআই হ্যায়, তো সবকুছ মুমকিন হ্যায়!' কত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এখন করা যায় না এমন কাজ নেই। মুহূর্তে এঁকে ফেলা যায় ছবি, বানিয়ে ফেলা যায় ভিডিও। এবং সবটাই ইচ্ছেমতো। ঠিক যেমনটা ইউজার চাইছে, যেমন নির্দেশ দিচ্ছে, ঠিক তেমনটা করেই গড়েপিটে দেবে সে। এমনকি যদি বলা হয় বাঘ আর গরুর একঘাটে জল খাওয়ার ভিডিও বানাতে, তাও করে দেবে এআই। কে কার শত্রু বা মিত্র, এসব তার জানার দরকার নেই।
ঠিক তেমন করেই ডিজিটাল ব়্যাম্পে অসম্ভব কাণ্ড ঘটালেন মাস্ক। অদ্ভুত সব পোশাক পরে হাঁটালেন তাবড় রাষ্ট্রনেতাদের। সেই ভিডিও পোস্ট করে লিখলেন, এআই ফ্যাশনের সময় তো এটাই! দেখুন সেই ভিডিও।
High time for an AI fashion show pic.twitter.com/ra6cHQ4AAu
— Elon Musk (@elonmusk) July 22, 2024
পোপ ফ্রান্সিসকে দিয়ে শুরু হয়েছে ভিডিও। একটি ধবধবে সাদা বিলাসবহুল জ্যাকেটে আগাগোড়া মোড়া তিনি। কোমরে আবার সোনার বেল্ট! এক হাতে একটি বড়, অলঙ্কৃত ক্রুশ এবং অন্য হাতে একটি পাত্র, যা থেকে পবিত্র জল ছিটিয়ে দিচ্ছেন তিনি। একেবারে যেন সত্যিই পোপ!
এর পরেই একে একে দেখা যায়, কালোর উপর প্রিন্টেড পোশাক পরে হুইলচেয়ারে করে আসছেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আবার পরেছেন বেশ সাহসী একটি কমলা জাম্পস্যুট। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরনে একটি রংচঙে ভারতীয় পোশাক। বারাক ওবামার উপর আবার একাধিক পোশাক ট্রাই করেছেন মাস্ক। ফুটবলার থেকে যুদ্ধের সেনা-- কী নয়! কমলা হ্যারিসের পোশাক বেশ সাহসি। তবে পুতিনের অফশোল্ডার পোশাক দেখে হাসি থামাতে পারছেন না কেউ।
সবশেষে রয়েছে বড় চমক। বিল গেটস আসছেন কালো কোট পরে, হাতে ধরা বোর্ডে লেখা রানওয়ে অফ পাওয়ার। কিন্তু শেষে এসে সে বোর্ডে ফুটে ওঠে, সম্প্রতি মাইক্রোসফ্টের ধসে যাওয়ার ছবি।
এআই-জেনারেটেড এই ফ্যাশন শো হু হু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বেশিরভাগ মানুষই বিনোদন খুঁজে পেয়েছেন, কেউ বা এমন উদ্ভাবনী ক্ষমতার প্রশংসা করেছেন। তবে অনেকে আবার প্রশ্নও তুলেছেন, বিখ্যাত ব্যক্তিদের নিয়ে এমন বিকত ভিডিও বানানো কতটা যুক্তিসঙ্গত।