শেষ আপডেট: 26th October 2024 18:37
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম পাকিস্তানে এক আত্মঘাতী বোমা বিস্ফোরণে ৮ জনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় জখম হয়েছেন আরও ৫ জন। আফগানিস্তান সীমান্তের কাছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের মির আলি শহরের কাছে একটি মোটরবাইক রিকশর পিছন থেকে আত্মঘাতী হামলা হয়। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই চার পুলিশ অফিসারের মৃত্যু হয়। দুজন রাজ্যের আধা সামরিক বাহিনীর জওয়ান। এবং বাকি দুজন সাধারণ মানুষ।
যে পাঁচজন জখম হয়েছেন তাঁদের আঘাত গুরুতর। স্থানীয় সেনা হাসপাতালে তাঁদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ২০২১ সালে আফগান তালিবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের এই অঞ্চলে সন্ত্রাসবাদী কার্যকলাপ বেড়ে গিয়েছে। ইসলামাবাদের দাবি, জঙ্গিরা অপরাধ সংঘটিত করে প্রতিবেশী আফগানিস্তানে গা ঢাকা দিচ্ছে।
এবারের আত্মঘাতী হামলাটি আসোয়াদ উল হারব নামে একটি অখ্যাত জঙ্গি সংগঠন করেছে বলে তারা দাবি জানিয়েছে। এই সপ্তাহেই আফগান সীমান্তের কাছে আরেকটি চেকপোস্টে হামলায় ১০ পুলিশের মৃত্যু হয়। সেই হামলার দায় নিয়েছিল তেহরিক ই তালিবান পাকিস্তান নামে একটি সংগঠন। খাইবার পাখতুনখোয়া এবং বালুচিস্তানে এরা খুবই সক্রিয়।