শেষ আপডেট: 7th January 2025 10:53
দ্য ওয়াল ব্যুরো: ভূমিকম্পে কাঁপল নেপাল (Tibet Earthquake)। সাত সকালে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে উত্তরবঙ্গ, বিহারের উত্তরাংশ-সহ দেশের বিভিন্ন অংশে। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল তিব্বত। রিখটার স্কেলে কম্পন মাত্রা ছিল ৭.১। তিব্বতে (Tibet Earthquake) আফটার শকে মৃত্যু ৯ জনের।
ন্যাশনাল সেন্টার ফর সেসমিলজি সূত্রে খবর, সকাল ৬টা ৩৫ নাগাদ প্রথম কম্পনটি হয়। তার কিছুক্ষণ পরই কেঁপে ওঠে শিজাং। পরপর ৫ বার কম্পন অনুভূত হয়েছে। দ্বিতীয় কম্পনটি হয় সকাল ৭টা ২ নাগাদ। কম্পন মাত্রা ছিল ৪.৭।
ঠিক পাঁচ মিনিট পরে আবার তৃতীয় কম্পন হয় সকাল ৭টা ৭-এ। তীব্রতা ছিল ৪.৯। প্রথম দু'টি ভূমিকম্প হয়েছে পৃথিবীপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। তৃতীয়টি ৩০ কিলোমিটার গভীরে। ছ'মিনিট পরে আরও একটি কম্পন অনুভূত হয়, যার তীব্রতা ছিল ৫।
বিহারের পটনা-সহ বেশ কিছু অঞ্চলে কম্পন টের পাওয়া গিয়েছে। বিশেষ করে বিহারের উত্তর দিকে নেপাল সীমান্তবর্তী অঞ্চলে কম্পন বেশি মাত্রায় অনুভূত হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গ, সিকিম, অসমের কিছু অঞ্চলেও ভূমিকম্প (Earthquake) টের পাওয়া গিয়েছে।
বাংলার বিভিন্ন জায়গায় কম্পন অনুভূত হয়েছে। বছরের শুরুতেই ভূমিকম্পের আতঙ্কে ঘুম ভাঙল কলকাতার। উত্তরবঙ্গে পরপর ২ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলায় ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত জানা যায়নি।
এর আগে ২০২৩ সালের নভেম্বরেও ৬.৪ মাত্রার ভূমিকম্প (Earthquake) হয়েছে নেপালে। সেই বারের ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যু হয়।