শেষ আপডেট: 8th August 2024 14:42
দ্য ওয়াল ব্যুরো: জাপানে ফের ভয়াবহ ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.১। বৃহস্পতিবার দুপুরের পর এই ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ জাপান উপকূলে। এদিন প্রচণ্ড জোরে কেঁপে ওঠে জাপানের কিয়ুশু এবং শিকোকু এলাকা।
এর আগে সরকারি প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছিল, ভূমিকম্পের তীব্রতা ৬.৯। কিন্তু, পরে আবার একটি কম্পনে রিখটার স্কেলে ৭.১ তীব্রতায় কেঁপে ওঠে এলাকা। এর জেরে মিয়াজাকি, কোচি, ওইতা, কাগোশিমা এবং এহিমে-তে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে স্থানীয় প্রশাসন।
ইতিমধ্যেই কোথাও কোথাও ২০ সেমি উচ্চতার সমুদ্রস্রোত দেখা দিয়েছে। তবে এই মুহূর্তে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। চিফ ক্যাবিনেট সচিব ইওশিমাসা হায়াসি সাংবাদিকদের জানান, পরমাণু চুল্লির কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি। ফলে সেখানে কোনও ক্ষতি হয়েছে বলে মনে হয় না। সরকার ক্ষয়ক্ষতি সম্পর্কে খোঁজ নিচ্ছে।
প্রসঙ্গত, এর আগে নিউ ইয়ার্স ডে-তে ভূমিকম্পে ২৬০ জনের মৃত্যু হয়েছিল। সেবার বহু বাড়িঘর তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। বহু নির্মাণের ক্ষতি হয়। গত ২০১১ সালে জাপানে সবথেকে ভূমিকম্পটি হয়। সেবার উত্তর-পূর্ব জাপানের ওই ভূমিকম্পে আনুমানিক সাড়ে ১৮ হাজার মানুষ হয় মারা গিয়েছিলেন নয়তো নিখোঁজ হন।