শেষ আপডেট: 3rd October 2024 16:18
দ্য ওয়াল ব্যুরো: এই প্রথমবার লন্ডনের ঐতিহ্যবাহী ভবনে বসতে চলেছে দুর্গাপুজোর আসর। ১৬ তম বছরে বিদেশে এক টুকরো 'বাংলা' গড়তে চলেছে লন্ডন শারদ উৎসব। বিদেশের মাটিতে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে এই উদ্যোগ নিয়েছে বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশন।
এক টুকরো বাংলা, তাই আলোও যাচ্ছে বাংলা থেকে। আমাদের চন্দননগর থেকে। হ্যাঁ ঠিকই শুনেছেন, চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জায় সাজবে পিটজাঙ্গার ম্যানর। এই বাড়িটি ইংরেজ কান্ট্রি হাউস। যা নিও ক্লাসিক্যাল আর্কিটেক্ট স্যার জন সোয়েনের বাড়ি হিসেবে খ্যাত। ১৯৮৭ সালে এটি ঐতিহ্যবাহী ভবন হিসেবে ঘোষিত হয়।
এমন এক ভবন সাজবে চন্দননগরের সরকার ইলেক্ট্রিকসের আলোয়। এবিষয়ে সরকার ইলেক্ট্রিকসের তরফে অরিন্দম সরকার বলেন, 'ভবনটির হল ঘর ভরে উঠবে আলোয়, থাকবে বাংলার ঐতিহ্যবাহী নকশা। এর সঙ্গে ২৪ জন হিন্দু দেব-দেবীর মূর্তি ফুটে উঠবে প্রাঙ্গণে।'
বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশনের তরফে এনিয়ে অনিকেত পাত্র বলেন, 'এবছর দুর্গাপুজো হচ্ছে আমাদের পিটজাঙ্গার ম্যানরে। এই ঐতিহ্যবাহী পুজো ও বাঙালির দুর্গোৎসবে সামিল হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সকলকে। আসুন আমরা এই উদ্যোগকে সবার মতো করে স্মরণীয় করে তুলি।'