শেষ আপডেট: 6th October 2024 18:22
দ্য ওয়াল ব্যুরো: নিউ ইয়র্ক টাইমস স্কোয়্যার। নিউ ইয়র্কের সবচেয়ে হ্যাপেনিং এলাকা, বিখ্যাত এলাকা। দিনে রাতে, সারাক্ষণ বহু মানুষ এখানে আসেন। এবার প্রথমবারের জন্য দুর্গাপুজো হবে এখানে। প্রতিমা বসানো হয়ে গেছে ইতিমধ্যেই।
আয়োজকরা জানিয়েছেন, এর আগে টাইমস স্কোয়্যারে কীর্তন বা যোগ ব্যায়ামের আসর বসেছে। বড় পর্দায় দেখানো হয়েছে বাংলা ছবি। এবছর বাংলা বর্ষবরণ উৎসব হয়েছে এই বিখ্যাত জায়গায়। রমজানে তারাবির নমাজ এবং দিওয়ালি উৎসবও হয়েছে। কিন্তু দুর্গাপুজো এই প্রথম।
শারদ উৎসব এখানে প্রায় শেষের দিকে। প্রতিমা আসার পর থেকেই বহু মানুষ ভিড় জমাচ্ছেন এখানে। শুধু বাঙালি নয়, সেখানকার সাধারণ মানুষও দেবী দুর্গার এমন মূর্তি দেখে, আপ্লুত।
টাইমস স্কোয়্যারে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব পালিত হতে দেখে অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। বহু বাঙালি এই সময়ে এই এলাকায় একত্র হওয়ার কথাও লিখেছেন সেই সব পোস্টে। সব মিলিয়ে পুজো জমজমাট নিউইয়র্কের টাইমস স্কোয়্যারে।