শেষ আপডেট: 17th April 2024 08:09
দ্য ওয়াল ব্যুরো: দুবাইয়ে রেকর্ড বৃষ্টিপাত। ৭৫ বছরে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) এই অংশে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুবাই এয়ারপোর্টে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৪৫টি বিমান বাতিল করা হয়েছে। মৃত্যু হয়েছে অন্তত ১৯ জনের।
জলের তলায় দুবাই। জমা জলে বিপর্যস্ত জনজীবন। রাস্তায় যানযট। এ যেন ফিরে দেখা বর্ষার কলকাতা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি-ভিডিওগুলি দেখলে কলকাতা বা রাজ্যের যে কোন শহরতলী বলে ভুল হতে বাধ্য। কিন্তু বাস্তবে চিত্রটি দুবাইয়ের।
Dubai Airport right now
— Science girl (@gunsnrosesgirl3) April 16, 2024
pic.twitter.com/FX992PQvAU
গত কয়েকদিন ধরে টানা সংযুক্ত আরব আমিরশাহীর বেশ কিছু অংশে ভারী বৃষ্টি ও ঝড় হয়েছে। বাদ যায়নি দুবাইও। দুবাই কিংবা সৌদি আরব অথবা এর আশেপাশের দেশে সচরাচর বৃষ্টি হয় না বললেই চলে। কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিতে বাড়িঘর, দোকানপাট শপিংমল সহ বিমানবন্দর জলমগ্ন। কার্যত অবরুদ্ধ বিমানবন্দরের পরিষেবা। সংযুক্ত আরব আমিরশাহীর আবহাওয়া দফতর ভারী বৃষ্টির কারণে হলুদ এবং কমলা সতর্কতা জারি করেছে।
জরুরি ভিত্তিতে বন্যা কবলিত জায়গায় চলছে উদ্ধার কাজ। প্লাবিত রাস্তায় গাড়ি ধীরে চালাতে বলা হয়েছে। ঝড় শুরুর আগে থেকেই স্থানীয় স্কুলগুলি বন্ধ করে দেয়। অনেকেই নিরাপদে বাড়ি ফিরতে পারলেও কেউ কেউ আটকা পড়েছেন। বন্যায় ওমানে ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশের ন্যাশনাল কমিটি ফর ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। তাঁরা জানিয়েছে, উদ্ধারকারী দল এখনও নিখোঁজ দুই ব্যক্তিকে খুঁজছে।