শেষ আপডেট: 23rd January 2025 22:29
দ্য ওয়াল ব্যুরো: তেরাত্তির না কাটতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) স্পষ্ট বুঝিয়ে দিলেন, তিনি পাকা ব্যবসায়ী। ব্যবসা তাঁর রক্তে রয়েছে।
দাভোসে (Davos) ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তথা বিশ্ব অর্থনৈতিক ফোরামের অধিবেশন চলছে। সেখানে ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী ব্যবসায়ীদের উদ্দেশে সরাসরি বার্তা দেন। তিনি বলেন,"আমেরিকায় আপনার পণ্য তৈরি করুন, নইলে শুল্ক বৃদ্ধির মুখোমুখি হতে হবে।"
ট্রাম্প বলেন, "আমার বার্তা খুবই স্পষ্ট। বিশ্বব্যাপী প্রতিটি ব্যবসার উদ্দেশ্যে বলছি, আমেরিকায় আপনার পণ্য তৈরি করুন, আমরা আপনাকে বিশ্বের অন্যতম সর্বনিম্ন কর হারের সুবিধা দেব।" তবে তিনি এটাও উল্লেখ করেন যে, ব্যবসাগুলি কোথায় পণ্য তৈরি করবে, তা তাদের ব্যাপার। এ ব্যাপারে তাদের স্বাধীনতা রয়েছে। কিন্তু যদি তারা আমেরিকার বাইরে উৎপাদন করে, তবে আর্থিক বোঝা সইতে হবে। তার কথায়, "যদি আপনি আমেরিকায় পণ্য তৈরি না করেন, তবে আপনাকে শুল্ক দিতে হবে।"
এছাড়া ট্রাম্প সৌদি আরবকে তেলের মূল্য হ্রাস করতে এবং আমেরিকায় এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "আমি এই কথিত ‘গ্রিন নিউ ডিল’ বাতিল করেছি। আমি একে ‘গ্রিন নিউ স্ক্যাম’ বলি। একপেশে প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে এসেছি এবং ব্যয়বহুল বৈদ্যুতিক গাড়ি নীতিও শেষ করেছি। যুক্তরাষ্ট্রে বিশ্বের সবচেয়ে বড় তেল এবং গ্যাসের ভান্ডার রয়েছে, এবং আমরা এটি ব্যবহার করব।"
ট্রাম্প আরও বলেছেন, "আমি সৌদি আরব এবং ওপেক-কে বলব তেলের দাম কমানোর জন্য। আপনাদের অবশ্যই দাম কমাতে হবে।"
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, তেলের দাম কমলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হবে। ট্রাম্প বলেন, "তেলের মূল্য কমলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সঙ্গে সঙ্গে থেমে যাবে। আমি সুদের হার অবিলম্বে কমানোর দাবি করব এবং বিশ্বব্যাপী তা কমানোর আহ্বান জানাব।"
মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে আমেরিকার অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থানকে আরও জোরালো করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে শুল্প বাড়ানোর ঠ্যালায় বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা যে টলে যেতে পারে সেই আশঙ্কা চাড়িয়ে গেছে দুনিয়া জুড়ে।