শেষ আপডেট: 28th January 2025 13:03
দ্য ওয়াল ব্যুরো: দেশবাসীকে আয়কর থেকে পুরোপুরি মুক্তি দিতে চান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি চান আয়কর ব্যবস্থার বিলোপ। তবে এখনও এটা তাঁর ভাবনা। কোনও নির্দেশ জারি করেননি।
দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট পদে বসার পর ট্রাম্প একদিকে যেমন আমেরিকার খরচের বোঝা কমাতে পদক্ষেপ করছেন, অন্যদিকে আয় বাড়াতে নতুন পরিকল্পনার কথা শোনাছেন।
তিনি ইজরায়েল এবং ইজিপ্ট বাদে সব দেশকে আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করে দিয়েছেন। তাতেই বহু দেশে হাহাকার শুরু হয়ে গিয়েছে। নতুন মার্কিন প্রেসিডেন্টের আর এক পদক্ষেপ হল রপ্তানি শুল্ক বৃদ্ধি। অর্থাৎ আমেরিকায় পণ্য পাঠাতে সব দেশকে আগের তুলনায় চড়া হারে রপ্তানি শুল্ক দিতে হবে। এসবই ট্রাম্পের 'আমেরিকা প্রথম' নীতির অঙ্গ। তাঁর নীতির শেষ কথা, আমেরিকানরা থাক দুধে-ভাতে।
সেই নীতির আধারেই এবার আয়কর ব্যবস্থার বিলোপ চান তিনি। তাঁর কথায়, মার্কিনিদের বিত্তশালী করে তোলা তাঁর লক্ষ্য। মার্কিন প্রেসিডেন্টের কথায় আয়কর দিতে না হলে সেই বাবদ বেচে যাওয়া অর্থ মানুষ কেনাকাটায় ব্যয় করতে পারবে। সেই বাজার ধরতে বিদেশিরা আরও বেশি পরিমাণে রপ্তানি করবে। আমরা বিদেশি জিনিসপত্রের উপর বাড়তি রপ্তানি শুল্ক চাপিয়ে বিপুল আয় করতে পারি। তখন আয়কর থেকে রোজগারের কোনও প্রয়োজনই হবে না।
ট্রাম্পের কথায় আমেরিকা সবচেয়ে সম্মৃদ্ধশালী ছিল ১৮৭০ থেকে ১৯১৩ পর্যন্ত। তারপর থেকে আমরা অন্য রাষ্ট্রগুলিকে সম্মৃদ্ধশালী করেছি। এখন সময় এসেছে আবার দেশবাসীকে সম্মৃদ্ধশালী করে তোলা। তারজন্য সবচেয়ে আগে আয়কর তুলে দেওয়া জরুরি।