শেষ আপডেট: 6th November 2024 15:18
দ্য ওয়াল ব্যুরো: এখনও শেষ হয়নি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের গণনা। তবে যতটা হয়েছে, ততটাতে সুস্পষ্টভাবেই জয়ী হয়ে দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হতে চলেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নিজেকে বিজয়ী বলে দাবি করে ভাষণও দিয়ে ফেলেছেন তিনি। সেই ভাষণেই স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে, গালে চুমু খান তিনি।
এদিন ফ্লোরিডায় ওয়েস্ট পাম বিচের কনভেনশন সেন্টারে বিজয় ভাষণ দেওয়ার সময়ে মঞ্চে উপস্থিত মেলানিয়াকে ‘ফার্স্ট লেডি’ বলে সম্বোধন করেন ট্রাম্প। দৃশ্যতই উচ্ছ্বাসিত ট্রাম্প স্ত্রী মেলানিয়ার গালে চুমু খেয়ে বলেন, ‘আমার সুন্দরী স্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। ও দারুণ কাজ করেছে। কঠোর পরিশ্রম করেছে।'
তিনি আরও বলেন, 'ও (মেলানিয়া) দারুণ একটা কাজ করেছে।’ এই কথা বলে মেলানিয়ার লেখা বইয়ের প্রশংসা করেন তিনি। প্রসঙ্গত, সম্প্রতি মেলানিয়ার লেখা আত্মজীবনীর আকারে একটি বই প্রকাশিত হয়েছে। বইটির নাম ‘মেলানিয়া’। বইটিতে তাঁর ব্যক্তিগত জীবনের নানা অজানা কথা উঠে এসেছে। সেই বইটিকে আমেরিকায় বিক্রি হওয়া এক নম্বর (বেস্টসেলার) বই বলেও উল্লেখ করেন ট্রাম্প। স্ত্রী মেলানিয়াকে নিয়ে আরও বলেন, মানুষকে সাহায্য করার জন্য মেলানিয়া অনেক পরিশ্রম করেন।
শুধু স্ত্রী মেলানিয়াকে নয়, মঞ্চে উপস্থিত থাকা সন্তানদেরও ধন্যবাদ জানান ট্রাম্প। প্রত্যেক ছেলে-মেয়ের নাম উল্লেখ করেন তিনি, তাঁদের বলেন ‘চমৎকার সন্তান’! এমনকি মেলানিয়ার প্রয়াত মাকেও স্মরণ করেন ট্রাম্প। তিনি বলেন, 'আজ উনি অত্যন্ত গর্বিত বোধ করবেন, খুব খুশি হবেন।'
পাশাপাশি, ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ের সঙ্গী জেডি ভান্স, ও হাউস স্পিকার মাইক জনসনকেও ধন্যবাদ জানান ট্রাম্প।