শেষ আপডেট: 6th November 2024 16:51
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকায় দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্টের আসনে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। গণনা শুরু হওয়ার পরেই জয় নিশ্চিত হয়ে যায়, ফল ঘোষণা কেবলই সময়ের অপেক্ষা। এমনই সময়ে আমেরিকায় মহিলাদের গর্ভপাতের অধিকার নিয়ে সাংবাদিকের প্রশ্নে রীতিমতো চটে গেলেন ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার নিজের অঙ্গরাজ্য ফ্লোরিডার পাম বিচে ভোট দেওয়ার পরে সাংবাদিকরা ঘিরে ধরেন ট্রাম্পকে। সে সময়েই আমেরিকায় গর্ভপাতের আইন নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। পরপর দু'বার প্রশ্নের মুখে খেপে গিয়ে এই নিয়ে প্রশ্ন করতেই নিষেধ করে দেন ট্রাম্প।
প্রসঙ্গত, রিপাবলিকানরা বরাবরই গর্ভপাত নিয়ে কড়া পদক্ষেপের পক্ষপাতী। সম্প্রতি ফ্লোরিডায় ১৮ সপ্তাহ থেকে কমিয়ে ৬ সপ্তাহ করা হয় গর্ভপাতের সময়কাল। অর্থাৎ ভ্রূণের বয়স ৬ সপ্তাহের বেশি হয়ে গেলে গর্ভপাত নিষিদ্ধ সেখানে। কারণ ৬ সপ্তাহের পর থেকেই ভ্রূণে হার্টবিট টের পাওয়া যায়। সেই যুক্তিতেই এই কড়া আইন আনা হয়েছে সেখানে।
রাজ্যবাসীর দাবি, পরবর্তী প্রেসিডেন্ট এই আইনে বদল আনুক। গর্ভপাতের মেয়াদ ৬ সপ্তাহ থেকে বাড়িয়ে ২১ সপ্তাহ করা হোক। কারণ ৬ সপ্তাহের পরে গর্ভপাত নিষিদ্ধের কড়া আইনের ফলে গর্ভপাত বিষয়টিই কার্যত অসম্ভব হয়ে পড়বে। এই সময়ের মধ্যে অনেক সময়েই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। তাই মাত্র ৬ সপ্তাহের সময় দিলে তা নারী অধিকারের পরিপন্থী।
ক্ষমতায় এলে এই নিয়মের বদল হবে কিনা, সেই নিয়েই প্রশ্ন করা হয় ডোনাল্ড ট্রাম্পকে। প্রথমবার প্রশ্ন করলে সাংবাদিককে কোনও উত্তর দেননি তিনি। বরং দাবি করেন, গর্ভপাতের উপর বিধিনিষেধ আরোপ নিয়ে ২০২২ সালে সুপ্রিম কোর্টে যখন মামলা চলছিল, তখন তিন বিচারপতিকে নিয়োগ করে ভাল সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
এরপর ফের ট্রাম্পকে একই বিষয় নিয়ে প্রশ্ন করেন ওই সাংবাদিক। দ্বিতীয়বার প্রশ্নে চটে যান তিনি। সাংবাদিককে সরাসরি হুঁশিয়ারির সুরে ট্রাম্প বলেন, এই বিষয়ে যাতে কেউ আর কথা না বাড়ান।