শেষ আপডেট: 14th July 2024 08:15
দ্য ওয়াল ব্যুরো: 'আমার কানের উপরের অংশে ফুটো হয়ে গেছে', দাবি করেছেন মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে ভরা জনসভায় গুলি চলার ঘটনায় দেশের সিক্রেট সার্ভিস ও নিরাপত্তারক্ষী বাহিনীর তৎপরতাকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। তাঁর উপর গুলি চলার সঙ্গে সঙ্গেই পাল্টা গুলি করে বন্দুকবাজকে মারার দ্রুত পদক্ষেপ করার কথা উল্লেখ করে তিনি তাঁদের ধন্যবাদ দেন।
মার্কিন সোশ্যাল মিডিয়া 'ট্রুথ'-এ একটি পোস্ট করেছেন ট্রাম্প। সেখানে তিনি জানান, ‘আমাদের দেশে এ রকম একটি ঘটনা ঘটেছে, এটা অবিশ্বাস্য। হামলাকারী সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তাকে মেরে ফেলা হয়েছে। ...হঠাৎ আমি একটা শব্দ শুনি, সঙ্গে সঙ্গে বুঝতে পারি, কিছু একটা অঘটন ঘটেছে। তার পরেই টের পাই, একটা গুলি আমার চামড়া ফুটো করে দিয়েছে। রক্ত পড়তে থাকে কান বেয়ে। আমার কানের উপরের অংশ ফুটো হয়ে গেছে। ...ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন!’
তিনি আরও বলেন, 'জনসভায় পুলিশের গুলিতে যে সমর্থক নিহত হয়েছেন, তাঁর পরিবারকে আমি সমবেদনা জানাই। গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাঁর পরিবারের প্রতিও আমি সমবেদনা জানাই।’
হামলার পরে বিবৃতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পও। টুইট করে তাঁর বাবা ও হামলায় হতাহতদের জন্য প্রার্থনা করে সকলকে ধন্যবাদ জানান ইভাঙ্কা। বলেন, 'আমি আমার দেশের জন্য প্রার্থনা করে যাব। বাবা তোমাকে ভালবাসি।'
Thank you for your love and prayers for my father and for the other victims of today's senseless violence in Butler, Pennsylvania. I am grateful to the Secret Service and all the other law enforcement officers for their quick and decisive actions today. I continue to pray for our…
— Ivanka Trump (@IvankaTrump) July 14, 2024
পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা বর্তমান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সেই সময়েই এ ঘটনা ঘটে। হামলাকারীর গুলিতে আহত হয়েছেন ট্রাম্প। তবে তা গুরুতর নয়।
পুলিশ সূত্রের খবর, জনসভায় ট্রাম্পের উপর পরপর গুলি চলার পরেই পাল্টা গুলি চালান নিরাপত্তা রক্ষীরা। তাতেই নিহত হয় বন্দুকবাজ দুষ্কতী। মারা যান ট্রাম্পের এক সমর্থকও।
এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে বক্ততা করছেন। আচমকা তাঁর কান ঘেঁষে একটি গুলি চলে যায়! সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন তিনি। তাঁর সমর্থকরা চিৎকার করে ওঠেন।
'I was shot with a bullet that pierced the upper part of my right ear': Donald Trump was shot during a campaign rally, sparking panic in the crowd and spattering the Republican presidential candidate's blood across his face https://t.co/5oh8rEfVhO pic.twitter.com/I9KU8GqxEr
— Reuters (@Reuters) July 14, 2024
এর পরেই নিরাপত্তাকর্মীরা ট্রাম্পকে দ্রুত একটি গাড়িতে তোলেন। সে সময়ে ট্রাম্পের কান ও গাল বেয়ে রক্ত পড়তে দেখা যায়। নামার সময়ে হাত উঁচু করে, মুঠো করে, হার না মানার ইঙ্গিত করেন ট্রাম্প।
বলাই বাহুল্য, গুলিটি একটু এদিক ওদিক হলেই ট্রাম্পের মাথা ফুঁড়ে দিতে পারত। অল্পের ওপর দিয়ে গেছে এই হামলা। গাড়িতে তুলে সেখানেই ট্রাম্পের প্রাথমিক চিকিৎসা করা হয়।
জানা গেছে, স্থানীয় সময় শনিবার সন্ধে সওয়া ৬টা নাগাদ প্রচার অনুষ্ঠানে ট্রাম্প মঞ্চে ওঠার কিছুক্ষণ পরেই রাইফেল নিয়ে পাশের একটি বাড়ির ছাদে উঠতে দেখা যায় হামলাকারীকে। তবে সে কে, কেনই বা গুলি চালাল, সেসব এখনও বোঝা যায়নি।