শেষ আপডেট: 4th November 2024 11:02
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের সব চোখ এখন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। ডোনাল্ড ট্রাম্প, না কমলা হ্যারিস, কে দখল করবেন পৃথিবীর সর্বশক্তিমান দেশের কেন্দ্র হোয়াইট হাউস। আগামিকাল, মঙ্গলবার, ৫ নভেম্বর ভোটের আগে লাখ টাকার প্রশ্ন, জল্পনা ও পরিসংখ্যান বিজ্ঞানীরা অঙ্ক কষে চলেছেন কে জিততে চলেছেন ভোটে? অ্যাটলাসইন্টেল'স-এর সাম্প্রতিক সমীক্ষা বলছে, প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প অধিকাংশ প্রদেশে বিশেষত ৭টি দোদুল্যমান প্রদেশেও এগিয়ে রয়েছেন।
প্রায় ৪৯ শতাংশ মার্কিন নাগরিক বলেছেন, তাঁরা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ভোট দেবেন। রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প অন্ততপক্ষে ১.৮ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের থেকে। যে ৭টি প্রদেশে দুই দলের লড়াই হাড্ডাহাড্ডি হওয়ার কথা, সেগুলিতেও এগিয়ে রয়েছেন ট্রাম্প।
ভোট যত এগিয়ে আসছে, ট্রাম্পের উপর ততই রাজনৈতিক চাপ বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই ট্রাম্প অভিযোগ তুলেছেন, ভোটার পরিচয়পত্র নিয়ে। আমেরিকার বর্তমান ভোটিং সিস্টেম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। ভোটদানকালে পরিচয়পত্রকে আবশ্যিক করার দাবি তুলেছেন।
ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটরা ভোটার পরিচয়পত্রের বিরোধী। ওরা নির্বাচনে রিগিং করতে চায়। তাই ভোট দেওয়ার সময় পরিচয়পত্র আবশ্যিক করার দাবি জানিয়েছেন। এদিকে, ভোট প্রচারের শেষদিনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্যস্ততম সোমবার কাটাতে চলেছেন এদিন। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস সোমবার গোটা দিনটাই কাটাবেন পেনসিলভ্যানিয়ায়। সেখানে গভীর রাত পর্যন্ত প্রচার চলবে। তাঁর সঙ্গে যোগ দেবেন লেডি গাগা এবং ওপরা উইনফ্রে।