Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
শিক্ষা, সেচ দফতরে চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা! অভিযুক্ত সিঁথি থানার এএসআই৪৩ দিন পর নিজে নিজেই ঘরে ফিরল ইসলামপুরের নির্যাতিত নাবালককাঁথিতে শুভেন্দুর মিছিল প্রশাসনের 'না', হাইকোর্টে বিজেপিEng vs Ind: ব্যালকনির মতোই আইকনিক লর্ডসের ‘ঢাল’, জেনে নিন এর ঐতিহ্য ও ইতিহাস!বলিউডের ৫ গোপন প্রেম! রোমান্সের গুঞ্জনে ভাসছে ইন্ডাস্ট্রি৩০ বছর পর কাশ্মীরের হ্রদে ফুটল পদ্ম, 'ঈশ্বরের উপহার' ফিরে পেয়ে আবেগে ভাসলেন চাষিরাকাশ্মীর এখন আর ‘ফাঁকা’ নয়, কলকাতায় এসে পর্যটকদের আমন্ত্রণ মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লারশীতলকুচিতে মন্দিরে পুজো দিতে এসে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক'পুনর্বিবেচনা নয়, সময়টাই আসল সমস্যা', বিহারের ভোটার তালিকা নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের'পঞ্চায়েত'-এর সিজন হিট হলেও বেতন বাড়ে না! তবে আমার কিন্তু বেড়েছে: ফয়জল মালিক
Donald Trump Inauguration

ট্রাম্পের শপথে প্রথম সারিতে বসতে পেয়েই ধন্য মোদীর দূত জয়শঙ্কর

নতুন প্রেসিডেন্টের জন্য তিনি প্রধানমন্ত্রীর পাঠানো একটি চিঠিও নিয়ে গিয়েছিলেন।

ট্রাম্পের শপথে প্রথম সারিতে বসতে পেয়েই ধন্য মোদীর দূত জয়শঙ্কর

ভারতের প্রতিনিধিত্ব করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

শেষ আপডেট: 21 January 2025 05:36

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের তাবড় নেতারা আমন্ত্রণ পেলেও দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণে ডাক পাননি 'বন্ধু' নরেন্দ্র মোদী। দুধের স্বাদ ঘোলে মেটাতে তাঁর জায়গায় ভারতের প্রতিনিধিত্ব করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আর তাতেই যারপরনাই খুশি জয়শঙ্কর। ওই অনুষ্ঠানের প্রথম সারিতে তাঁকে বসতে দেওয়ায় মার্কিন প্রেসিডেন্টের বিগলিত করুণার প্রতি অনুগত 'সম্মানিত' বোধ করেছেন বিদেশমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে বিশেষ দূত জয়শঙ্কর নিজেকে 'বিশেষ অগ্রাধিকার' পেয়েছেন বলে ধন্য বোধ করছেন।

ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ভারতের বিশেষ দূত হিসেবে জয়শঙ্কর রিলায়েন্স কর্তাগিন্নি মুকেশ আম্বানি ও নীতা আম্বানির মতো উপস্থিত ছিলেন। তাঁকে বসতে দেওয়া হয়েছিল একেবারে প্রথম সারিতে। নতুন প্রেসিডেন্টের জন্য তিনি প্রধানমন্ত্রীর পাঠানো একটি চিঠিও নিয়ে গিয়েছিলেন। একটি সূত্রে জানা গিয়েছে, কোনও দেশের রাষ্ট্রপ্রধানের শপথ অনুষ্ঠানে ভারতের তরফে বিশেষ দূতকেই পাঠানো রীতি। সেই সূত্রেই বিদেশমন্ত্রী সোমবার হাজির ছিলেন ওয়াশিংটন ডিসিতে।

যদিও যে কোনও বিদেশমন্ত্রীই এ ধরনের সফরে গিয়ে রথ দেখা ও কলা বেচা দুধররই কাজ সম্পন্ন করেন। তেমনই জয়শঙ্করও এই সফরের ফাঁকে জাপানের বিদেশমন্ত্রী তাকেশি আইওয়ার সঙ্গে সাক্ষাৎ করে নিয়েছেন। কোয়াড বিষয়ক এবং ভারত-জাপ দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। এছাড়াও জয়শঙ্কর দেখা করেন অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওয়ং-এর সঙ্গেও। 


ভিডিও স্টোরি