ভারতের প্রতিনিধিত্ব করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
শেষ আপডেট: 21 January 2025 05:36
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের তাবড় নেতারা আমন্ত্রণ পেলেও দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণে ডাক পাননি 'বন্ধু' নরেন্দ্র মোদী। দুধের স্বাদ ঘোলে মেটাতে তাঁর জায়গায় ভারতের প্রতিনিধিত্ব করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আর তাতেই যারপরনাই খুশি জয়শঙ্কর। ওই অনুষ্ঠানের প্রথম সারিতে তাঁকে বসতে দেওয়ায় মার্কিন প্রেসিডেন্টের বিগলিত করুণার প্রতি অনুগত 'সম্মানিত' বোধ করেছেন বিদেশমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে বিশেষ দূত জয়শঙ্কর নিজেকে 'বিশেষ অগ্রাধিকার' পেয়েছেন বলে ধন্য বোধ করছেন।
ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ভারতের বিশেষ দূত হিসেবে জয়শঙ্কর রিলায়েন্স কর্তাগিন্নি মুকেশ আম্বানি ও নীতা আম্বানির মতো উপস্থিত ছিলেন। তাঁকে বসতে দেওয়া হয়েছিল একেবারে প্রথম সারিতে। নতুন প্রেসিডেন্টের জন্য তিনি প্রধানমন্ত্রীর পাঠানো একটি চিঠিও নিয়ে গিয়েছিলেন। একটি সূত্রে জানা গিয়েছে, কোনও দেশের রাষ্ট্রপ্রধানের শপথ অনুষ্ঠানে ভারতের তরফে বিশেষ দূতকেই পাঠানো রীতি। সেই সূত্রেই বিদেশমন্ত্রী সোমবার হাজির ছিলেন ওয়াশিংটন ডিসিতে।
A great honour to represent India at the inauguration ceremony of @POTUS President Donald J Trump and @VP Vice President JD Vance in Washington DC today.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) January 20, 2025
???????? ???????? pic.twitter.com/tbmAUbvd1r
যদিও যে কোনও বিদেশমন্ত্রীই এ ধরনের সফরে গিয়ে রথ দেখা ও কলা বেচা দুধররই কাজ সম্পন্ন করেন। তেমনই জয়শঙ্করও এই সফরের ফাঁকে জাপানের বিদেশমন্ত্রী তাকেশি আইওয়ার সঙ্গে সাক্ষাৎ করে নিয়েছেন। কোয়াড বিষয়ক এবং ভারত-জাপ দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। এছাড়াও জয়শঙ্কর দেখা করেন অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওয়ং-এর সঙ্গেও।