শেষ আপডেট: 7th February 2025 09:09
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক অপরাধ আদালতের (International Criminal Court) উপর নিষেধাজ্ঞা জারি করলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।
দু'দিন আগে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে। নেতানিয়াহুর বিরুদ্ধে গতমাসে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইজরায়েলের প্রধানমন্ত্রী এই বিষয়টি উত্থাপন করেছিলেন। মনে করা হচ্ছে, তাঁদের আলোচনার প্রেক্ষিতেই এই ট্রাম্পের এই সিদ্ধান্ত।
সাম্প্রতিক অতীতে নেতানিয়াহু ছাড়াও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত।
মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সহযোগিতা করা ব্যক্তি ও দেশের বিরুদ্ধে আমেরিকা বিধিনিষেধ আরোপ করতে পারে। ব্যক্তি বিশেষের উপর সাধারণত ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়ে থাকে।
নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে গাজা নিয়ে বোঝাপড়া হয়েছে ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট গাজার দখল নিতে চান। আমেরিকা গাজার পুনর্গঠন করবে বলে জানিয়েছেন ট্রাম্প। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের তিনদিনের মাথায় আন্তর্জাতিক অপরাধ আদালত নিয়ে কঠোর পদক্ষেপ করলেন মার্কিন প্রেসিডেন্ট।