শেষ আপডেট: 31st August 2024 15:44
দ্য ওয়াল ব্যুরো: আবার ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় বড়সড় ঘাটতি ধরা পড়ল। পুলিশি ব্যারিকেড টপকে তাঁর কাছে পৌঁছনোর চেষ্টা করে এক যুবক। যদিও তাঁকে আগেই আটকে দিতে সক্ষম হয়েছে পুলিশ। তবে এত নিরাপত্তার বেষ্টনী টপকে কীভাবে ওই যুবক মঞ্চে ওঠার চেষ্টা করতে পারল তা নিয়ে প্রশ্ন উঠেছে। আর তাঁর উদ্দেশ্যই বা কী ছিল, তাও জানতে পারেনি পুলিশ।
কয়েক সপ্তাহ আগের ঘটনা। পেনসিলভেনিয়ায় একটি সভা চলাকালীন ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল এক যুবক। সেই গুলি তাঁর কানে লাগে এবং ভাগ্যক্রমে ট্রাম্প বেঁচে যান। পুলিশ পাল্টা গুলিতে ওই যুবককে হত্যা করেছিল। কিন্তু প্রেসিডেন্ট পদপ্রার্থী একজনের সভাস্থলে এমন হামলার ঘটনা স্বাভাবিকভাবেই অনেক প্রশ্ন তুলে দিয়েছিল। এবার আরও একবার ট্রাম্পের সভাস্থলে নিরাপত্তায় ঘাটতি দেখা গেল। তাৎপর্যপূর্ণভাবে, এবারও ঘটনাস্থল পেনসিলভেনিয়া।
পুলিশ জানিয়েছে ঘটনাটি শুক্রবারের। জনস্টাউন এলাকায় সভা করছিলেন ডোনাল্ড ট্রাম্প। আচমকা এক যুবক ভিড়ের মধ্যে থেকে মঞ্চের দিকে এগিয়ে যান বলে অভিযোগ। তবে সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলেন কয়েকজন পুলিশকর্মী। তাঁদের সঙ্গে টেজার গান থাকায় যুবকও তৎক্ষণাৎ কিছু করার সুযোগ পাননি। উল্লেখ্য, টেজার গান এমন এক বন্দুক যা দিয়ে বৈদ্যুতিন শক দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঞ্চে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে কথা বলছিলেন ট্রাম্প। সেই সময়ই ওই ব্যক্তি তাঁর দিকে এগিয়ে যায়। তাহলে কি তিনি মিডিয়ার কেউ? শুধু প্রশ্ন করতে যাচ্ছিলেন, না অন্য কোনও খারাপ উদ্দেশ্য ছিল তাঁর, খতিয়ে দেখছে পুলিশ।
এর আগে ট্রাম্পের ওপর গুলি চালানোর ঘটনায় নিরাপত্তা গাফিলতির দায় স্বীকার করে ইউএস সিক্রেট সার্ভিস ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করেন কিম্বার্লি চিটল। তিনি বলেছিলেন, ''আমরা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছি। গত ১০ বছরের ইতিহাসে সিক্রেট সার্ভিসের সবচেয়ে বড় ব্যর্থতা এটি।'' জনসভায় ট্রাম্পের উপর পরপর গুলি চলার পরেই পাল্টা গুলি চালান নিরাপত্তা রক্ষীরা। তাতেই নিহত হয় বন্দুকবাজ দুষ্কতী। মারা যান ট্রাম্পের এক সমর্থকও। ট্রাম্পের ওপর ওই হামলার ঘটনার পরই ইউএস সিক্রেট সার্ভিসের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল সংস্থার ডিরেক্টর কিম্বার্লি চিটলকে।