শেষ আপডেট: 9th November 2024 12:09
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে উদ্যোগ নিলেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে তিনি ফোনে কথা বলেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কির সঙ্গে। তবে এটা বড় ব্যাপার নয়। বড় ব্যাপার এই ফোনালাপে তাঁর সঙ্গে ছিলেন ইলন মাস্ক! জেলেনস্কির সঙ্গে কথা বলার সময়ে মাস্ককে ফোন ধরিয়ে দিয়েছিলেন ট্রাম্প।
মাস্কের সঙ্গে ট্রাম্পের 'বন্ধুত্ব' নিয়ে এখন বিস্তর চর্চা চলছে। আগামী দিনে মাস্ককে যে বড় দায়িত্ব দিতে পারেন ট্রাম্প সেই সম্ভাবনাও প্রবল। তবে তিনি কোনও দায়িত্বে থাকবেন তা এখনও স্পষ্ট নয়। কিন্তু যে ঘটনা ঘটেছে তাতে কিছুটা আভাস হয়তো পাওয়া গেল। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি একা নন, জেলেনস্কির সঙ্গে ফোনালাপ করেছেন ইলন মাস্কও। ট্রাম্পই তাঁকে ফোন ধরিয়ে দেন।
একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ফ্লোরিডার পাম বিচের মার-এ-লাগো রিসর্ট থেকে জেলেনস্কিকে ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই সময়ে তাঁর সঙ্গে ছিলেন টেসলা কর্তা। কিছুক্ষণ জেলেনস্কির সঙ্গে কথা বলার পর ট্রাম্প তাঁকে ইলন মাস্কের সঙ্গে কথা বলতে বলেন। সূত্রের খবর, মাস্কের সঙ্গে বেশ কয়েক মিনিট কথা হয়েছে জেলেনস্কির। কী কথা হয়েছে তা প্রকাশ্যে আসেনি তবে এটুকু জানা গেছে, ট্রাম্প এবং মাস্কের সঙ্গে কথা বলে আশ্বস্ত হয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ট্রাম্প স্পষ্ট বার্তা দিয়ে বলেছিলেন, তিনি যুদ্ধ শুরু নয়, শেষ করতে চান। মাস্ককে সঙ্গে নিয়ে তিনি কার্যত সেই কাজই এখন থেকে শুরু করে দিয়েছেন। সূত্রের খবর, প্রায় আধ ঘণ্টা ধরে তিনজন কথা বলার শেষে জেলেনস্কি ট্রাম্পকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন নির্বাচনে জয়ের জন্য। অন্যদিকে, ট্রাম্পও তাঁকে স্পষ্টভাবে বলেছেন যে আমেরিকা ইউক্রেনের পাশে আছে।