শেষ আপডেট: 14th November 2024 08:27
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট পদে ফের নির্বাচিত হয়েই বিভিন্ন দফতর মনের মতো সাজাতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর বিশেষ নজর রয়েছে প্রতিরক্ষা বিভাগে। কারণ একাধারে যেমন চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, অন্যদিকে আরব দুনিয়াও উত্তাল। এই পরিস্থিতিতে দেশের গোয়েন্দা প্রধান হিসেবে এমন একজনকে বেছে নিয়েছেন যিনি গোয়েন্দা বিভাগে ভয়ডরহীন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবেন বলে মনে করেন ট্রাম্প। তিনি তুলসি গ্যাবার্ড।
কংগ্রেসের প্রথম 'হিন্দু' সদস্য তুলসি। দু'দশকেরও বেশি সময় মার্কিন সেনায় ছিলেন তিনি। যদিও অতীতের কোনও গোয়েন্দা বিভাগের প্রধানদের মতো তাঁর বিশেষ অভিজ্ঞতা নেই। কিন্তু ট্রাম্প মনে করেন, তুলসির যে ভয়ডরহীন মানসিকতা রয়েছে তা দেশের গোয়েন্দা বিভাগকে অনেক বেশি সমৃদ্ধ করবে। তুলসিকে এই পদের দায়িত্ব দিয়ে তিনি বলেছেন, 'প্রত্যেক আমেরিকানের জন্য লড়াই করেছেন তুলসি। দেশের জন্য অনেক কিছু করেছেন এই সত্যিকারের রিপাবলিকান।'
তুলসি অবশ্য প্রথম থেকে রিপাবলিকান নয়। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে নেমেছিলেন তিনি। তবে কিছুদিন যেতেই তা থেকে সরে এসে সমর্থন করেছিলেন ডেমোক্র্যাটদের। অর্থাৎ তাঁর সমর্থন ছিল বাইডেনের প্রতি। সেই প্রাক্তন ডেমোক্র্যাটকেই ক্ষমতায় এসে বড় দায়িত্ব দিলেন ডোনাল্ড ট্রাম্প। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পাশেই প্রথম থেকে ছিলেন তুলসি। নির্বাচনের আগেই রিপাবলিকান হয়ে যান তিনি।
মার্কিন সেনায় থাকাকালীন ইরাক এবং কুয়েতে মোতায়েন ছিলেন তুলসি। পাশাপাশি 'হাউস হোমল্যান্ড সিকিউরিটি কমিটি'-তে দু'বছর ছিলেন। তবে এখনও পর্যন্ত সরকারি কোনও শীর্ষ পদে তাঁকে দেখা যায়নি। এছাড়া মার্কিন আইনসভা কংগ্রেসের প্রথম হিন্দু সদস্য ছিলেন তুলসি। ভগবত গীতায় হাত রেখে শপথগ্রহণ করেছিলেন।
নাম শুনে ভারতীয় বংশোদ্ভূত মনে হলেও তুলসির সঙ্গে ভারতের কোনও যোগসূত্র নেই। তিনি আমেরিকাতেই জন্মেছেন এবং বড় হয়েছেন। আসলে তাঁর মা হাওয়াই যাওয়ার পর হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন। আর নিজের সন্তানদের সকলের নামকরণ করেছিলেন হিন্দু নামেই।