ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা করার আগেই ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় তা জানিয়েছিলেন।
ডোনাল্ড ট্রাম্প
শেষ আপডেট: 17 May 2025 14:28
দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি (India Pakistan Ceasefire) তাঁর জন্য হয়েছে, বারংবার এই দাবি করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। দুই দেশের মধ্যে পরমাণু যুদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল, তাও তিনি আটকেছেন বলে ইতিমধ্যে দাবি করেছেন তিনি। মার্কিন এক সংবাদমাধ্যমে ফের এই ইস্যুতে মুখ খুলেছেন ট্রাম্প। সেখানে 'এন' শব্দের (N Word) উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। কী বোঝাতে চাইলেন তিনি?
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা করার আগেই ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় তা জানিয়েছিলেন। বলেছিলেন, তাঁর সঙ্গে রাতভর আলোচনার পর দুই পক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয়, তারপর থেকে একাধিকবার দাবি করেছেন, ভারত-পাকিস্তানের সঙ্গে বাণিজ্য করবেন বলে প্রস্তাব দিয়েছেন তিনি এবং তাতেই দুই পক্ষ খুশি হয়ে সংঘাত বন্ধ করেছে। এখন বললেন, সংঘাত বন্ধ না হলে খুব খারাপ হতে পারত। 'এন' শব্দের দিকে মোড় নিত সংঘাত।
আমেরিকান সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ''দুই পক্ষই শক্তিশালী। দুজনেই একে একে শক্তি প্রদর্শন করছিল। কিন্তু তার পরের ধাপ যা হত, তা ভয়ানক। ‘এন ওয়ার্ড’-এর দিকে চলে যাচ্ছিল পরিস্থিতি। তবে তা না হওয়ায় প্রচুর মানুষের প্রাণ বেঁচেছে।'' এরপরই সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্পের প্রশ্ন, 'এন ওয়ার্ড মানে জানেন তো? খুব সাংঘাতিক শব্দ ওটা। পরমাণু অস্ত্র বোঝাতে ওই শব্দ ব্যবহার করা হয়।'
সম্প্রতি কাতারে মার্কিন সেনার বেসে গেছিলেন ট্রাম্প। সেখানে বক্তব্য পেশ করে ভারত-পাক ইস্যু নিয়ে বলেছিলেন, ভারত এবং পাকিস্তানের সঙ্গে বাণিজ্য করার প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর শর্ত ছিল, যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। একে অপরকে হামলা করা থেকে বিরত থাকতে হবে। কার্যত তারপরই নাকি দুই দেশ সংঘাত থেকে সরে আসে। মার্কিন প্রেসিডেন্টের কথায়, ''আমি শুধু সাহায্য করেছি বললে ভুল হবে। নিশ্চিতভাবে সাহায্য করেছি।''
এর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘ দিনের কাশ্মীর সমস্যা নিয়েও মধ্যস্থতার ইচ্ছা প্রকাশ করেছিলেন ট্রাম্প। যদিও ভারতের তরফে স্পষ্ট বার্তা দিয়ে বলা হয়েছে, জম্মু-কাশ্মীর সমস্যা ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক ইস্যু। এতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। তবে সেসবে পাত্তা না দিয়ে ট্রাম্পের পাল্টা বার্তা, ''আমি ওদের সমস্যার সমাধান করে দিতে পারব। আমি সব সমস্যার সমাধান করতে পারি। এটাও করে দেব।''