শেষ আপডেট: 10th January 2025 22:10
দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র ১০ দিন। তারপরই আমেরিকার মসনদে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে দ্বিতীয়বার। তবে তার আগে বড়সড় স্বস্তি পেলেন তিনি। পর্নস্টারকে ঘুষকাণ্ডের মামলায় দোষী সাব্যস্ত হয়েও রেহাই পেলেন ট্রাম্প। শুক্রবার এই মামলার রায় ঘোষণা করেছে মার্কিন আদালত।
পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার ঘটনায় অনেক আগেই দোষী সাব্যস্ত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে তাঁর নির্বাচনে লড়ার ক্ষেত্রে কোনও বাধা আসেনি। আর এখন তিনি সেই নির্বাচন জিতে প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন। তার আগে এই মামলার রায়দান স্থগিত রাখার আবেদন করেছিলেন ট্রাম্প। যদিও সেই আর্জি খারিজ হয়েছে। তবে এদিন আদালত তার রায় জানিয়েছেন, ট্রাম্পকে 'নিঃশর্তে রেহাই' দেওয়া হল।
আগামী ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে শপথগ্রহণ করতে চলেছেন। তার আগে আদালতের এই রায় তাঁকে ১০০ শতাংশ চিন্তা মুক্ত করল। মার্কিন আদালতের রায়ের অর্থ, ট্রাম্পের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তাতে তিনি দোষী সাব্যস্ত। কিন্তু যেহেতু তিনি দেশের সর্বোচ্চ পদে বসতে চলেছেন তাই তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে না। জেল তো দূর, জরিমানাও হচ্ছে না ডোনাল্ড ট্রাম্পের।
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছিল রিপাবলিকান নেতা ট্রাম্পের বিরুদ্ধে। গত বছরের মে মাসে প্রথম প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট হিসাবে নিউ ইয়র্কের আদালতে দোষী সাব্যস্ত হন তিনি। আর এই রায়ের পর ডোনাল্ড ট্রাম্পই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হতে চলেছেন যিনি কোনও মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। অর্থাৎ একজন অপরাধী।