মমতা বন্দ্যোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায়।
শেষ আপডেট: 26th March 2025 18:40
দ্য ওয়াল ব্যুরো: পৃথিবীর যে কোনও প্রান্তেই যান না কেন একটা বিষয় থেকে নড়চড় হয় না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ব্যস্ত কর্মসূচির মধ্যেও সকালে উঠে হাঁটাহাঁটি। মর্নিং ওয়াক (Mamata Banerjee London)। সদলবলে হনহন করে হাঁটছেন দিদি, হাঁটতে হাঁটতেই সেরে নিচ্ছেন টুকটাক আলোচনাও এই দৃশ্য অতি পরিচিত।
বুধবার, লন্ডন সফরের চতুর্থ দিনেও তার বদল হল না। তাঁকে হাঁটতে দেখা গেল, লন্ডনের টেমস নদীর পাড় দিয়ে। এদিন অন্যান্যদের সঙ্গেই দিদির সঙ্গী ছিলেন, ডোনা গঙ্গোপাধ্যায়। সে সময়েই, লন্ডন আইয়ের পাশে, নিজেদের ফ্ল্যাটটি মুখ্যমন্ত্রীকে চিনিয়ে দেন ডোনা।
দেখুন সেই ভিডিও।
Mamata Banerjee London Tour | লন্ডনে মুখ্যমন্ত্রীকে নিজেদের ফ্ল্যাট দেখালেন ডোনা গাঙ্গুলি#MamataBanerjee #DonaGanguly #london #TheWallNews pic.twitter.com/5JFsgoLznB
— The Wall (@TheWallTweets) March 26, 2025
সৌরভ ও ডোনার মেয়ে সানা লন্ডনে পড়াশোনা ও চাকরি করছেন। সেই সুবাদে তাঁরা প্রায়ই লন্ডনে গিয়ে থাকেন আজকাল। এবার মুখ্যমন্ত্রীর সফরের আগেও জানা গেছিল, সৌরভ ও ডোনা লন্ডনেই আছেন এখন। এমনকি আগামী কাল, বৃহস্পতিবার অক্সফোর্ডে মমতা যে বক্তৃতা করবেন, সেই মঞ্চেও উপস্থিত থাকার কথা সৌরভের।
এর মধ্যেই ডোনার সঙ্গে মর্নিং ওয়াক সেরে ফেললেন দিদি। এদিন হোটেল থেকে বেরিয়ে, হাঁটতে হাঁটতে ওয়েস্টমিনস্টারে আসেন তাঁরা। সেখানে গান্ধী মূর্তির পাদদেশে ফুলও দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এর পরে দেখা যায়, এদিন টেমসের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে চলেছেন তাঁরা, পাশ দিয়ে দেখা যাচ্ছে আইকনিক লন্ডনস আই। সেদিকেই আঙুল দেখিয়ে একটা সুউচ্চ অট্টালিকা দেখালেন ডোনা, বললেন, ‘২৮ তলায় ওই যে দেখা যাচ্ছে জানলা, ওটাই আমাদের ফ্ল্যাট’। একথা শুনে মমতাও সৌজন্যের হাসি হাসেন।
সৌরভ গঙ্গোপাধ্যায় ও মুখ্যমন্ত্রীর সখ্য নতুন নয়। এর আগেও বিভিন্ন সময়ে একাধিক মঞ্চেই একসঙ্গে দেখা গেছিল মমতা-সৌরভকে। এর পরে রাজ্যের শিল্পউদ্যোগের সঙ্গেও জড়িয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। ইস্পাত কারখানা তৈরি করার জন্য রাজ্য সরকার শালবনীর জমি লিজ দিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
এমনকি চলতি বছরের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনেও সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, 'আমি এই রাজ্যে একটা ক্ষুদ্র বিনিয়োগ করেছি। আর এই বিনিয়োগ করার ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ সব আধিকারিকের সম্পূর্ণ সাহায্য পেয়েছি।'
শুধু তাই নয়, গত মাসেই একদিন বিকেলে আচমকা নবান্নে গিয়ে হাজির হন সৌরভ। তখন নবান্নেই ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’জনের মধ্যে প্রায় ৪৫ মিনিট কথা হয়।
এর পরেই মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের সময়ে সৌরভের সেখানে থাকার খবর সামনে আসে।
চার দিনের সফরে শনিবার কলকাতা থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তিনি পৌঁছন লন্ডনে এবং বর্তমানে রয়েছেন বাকিংহাম প্যালেসের কাছে সেন্ট জেমস কোর্ট হোটেলে। এবারের সফরে তাঁর সঙ্গে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ, মুখ্যমন্ত্রীর দফতরের বিশেষ সচিব গৌতম সান্যাল, শিল্প সচিব বন্দনা যাদব ও নিরাপত্তা পরিচালক পীযূষ পাণ্ডে। সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও।
এই সফরের সবচেয়ে উল্লেখযোগ্য কর্মসূচি রয়েছে বৃহস্পতিবার— অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে তাঁর ভাষণ, যার মূল বিষয় ‘সামাজিক উন্নয়ন’। বিশ্বজুড়ে আলোচিত মমতার এই উন্নয়ন মডেল সম্পর্কে জানার আগ্রহ রয়েছে অক্সফোর্ডের পড়ুয়াদের মধ্যে।