শেষ আপডেট: 16th January 2025 13:59
দ্য ওয়াল ব্যুরো: আগামী ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই শপথগ্রহণ অনুষ্ঠানে বারাক ওবামা থাকলেও আসবেন না তাঁর স্ত্রী মিশেল ওবামা। এই খবর প্রকাশ্যে আসার পরই গুঞ্জন শুরু হয়েছে তাঁদের ডিভোর্স নিয়ে। কারণ এর আগেও এক অনুষ্ঠানে বারাক উপস্থিত থাকলেও দেখা যায়নি মিশেলকে।
আমেরিকার প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রাক্তন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডিরা উপস্থিত থাকেন। কোনও স্পষ্ট নিয়ম না থাকলেও এই প্রথা চলে আসছে বছর বছর ধরে। তবে এবার ট্রাম্পের অনুষ্ঠানে যোগ দেবেন না সে দেশের প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামা। তাঁর যোগ না দেওয়ার বিষয়টি ইতিমধ্যে বারাক ও মিশেল ওবামার দফতর থেকে নিশ্চিত করা হয়েছে।
গত সপ্তাহে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের স্মরণসভাতেও অংশ নেননি মিশেল ওবামা। তিনি সে সময় হাওয়াইয়ে ছিলেন বলে জানা গেছিল। তবে সেই অনুষ্ঠানে হাজির ছিলেন বারাক। উপস্থিত ছিলেন ট্রাম্পও। এরই মধ্যে আবার বারাক এবং মিশেলের একসঙ্গে না থাকার বিষয়টি নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত, প্রথা মেনে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও ফার্স্ট লেডি লরা বুশ এবং বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটনও।
সোশ্যাল মিডিয়ায় এখন চর্চা চলছে বারাক এবং মিশেলের সম্পর্ক নিয়ে। অনেকেই মনে করছেন বিগত কয়েক মাস ধরে আলাদা থাকছেন তাঁরা। দুজনের সম্পর্কের অবনতি হয়েছে। সেই কারণে একসঙ্গে কোনও অনুষ্ঠানেও তাঁদের দেখা যাচ্ছে না। যদিও বিষয়টি পুরোপুরি জল্পনার জায়গাতেই রয়েছে।