শেষ আপডেট: 12th September 2024 12:52
দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ ঘূর্ণিঝড় ইয়াগির দাপটে তছনছ ভিয়েতনাম। একের পর এক মেঘ ভাঙা বৃষ্টি ও ধসের জেরে এপর্যন্ত মৃত্যু হয়েছে ১৯৭ জনের। সেখানকার সরকারের তরফে আজ অর্থাৎ বৃহস্পতিবার এমনই তথ্য জানানো হয়েছে।
গাড়ি-সহ তলিয়ে যাচ্ছে সেতু। বিরাট জলের ঢেউয়ে তলিয়ে যাচ্ছে বাড়ি। সোশ্যাল মিডিয়া খুললেই ভিয়েতনামের এই সব ছবি সামনে আসছে। আবহবিদদের মতে, শেষ ৩০ বছরে এশিয়ায় আছড়ে পড়া সবচেয়ে বড় ঘূর্ণিঝড় বা টাইফুন হল ইয়াগি। দাপট ভয়ঙ্কর।
ভিয়েতনাম সরকারের রিপোর্ট বলছে, এপর্যন্ত ১২৮ জনের কোনও হদিশ পাওয়া যায়নি। আড়াই লাখেরও বেশি কৃষি জমি জলের তলায়। প্রায় ১১ লাখ হাঁস-মুরগী মারা গিয়েছে। আড়াই হাজারেরও বেশি গরু, ছাগল ও শুকরের মৃত্যু হয়েছে।
রবিবার উত্তর পূর্ব ভিয়েতনামে আছড়ে পড়ে এই শক্তিশালী ঘূর্ণিঝড়। তার আগে শনিবার ওই এলাকায় ঘণ্টায় ১৪৯ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়েছে। একাধিক এলাকা বিদ্যুৎবিহীন। নেই পানীয় জলও। ফলে হাজার হাজার মানুষ আপাতত ঘর ছাড়া। এই ঝড়ের ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হানোই এলাকায়। এখানকার ১৫ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত।
সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি-ভিডিও দেখা গিয়েছে। উঠে এসেছে একাধিক তথ্য। দেখা যাচ্ছে, বেশ কিছু এলাকা বিদ্যুৎবিহীন হওয়ায় চার্জিং স্টেশন বানিয়ে মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা করা হয়েছে। যেহেতু ক্যাশলেস সিস্টেমে পেমেন্ট হয় এইসব জায়গায় তাই ফোনে চার্জ না থাকায় বিপদে পড়েছে বহু মানুষ। স্থানীয় সরকারের তরফেও বিভিন্ন ভাবে সাহায্য করা হচ্ছে।