এই হামলার বদলা নেওয়া হবে বলে জানিয়েছে আফগান তালিবান।
শেষ আপডেট: 25 December 2024 10:51
দ্য ওয়াল ব্যুরো: সীমানা পেরিয়ে আফগানিস্তানে ঢুকে পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইকের বদলা নেবে তালিবান। পাকিস্তানের দাবি, মঙ্গলবার রাতে সীমান্তের কাছে আফগানিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে পাক বিমানবাহিনী। প্রাথমিকভাবে ১৫-১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও বুধবার বেলার দিকে তালিবান প্রশাসন জানায় অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে অধিকাংশই শিশু ও মহিলা। জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। এই হামলার বদলা নেওয়া হবে বলে জানিয়েছে আফগান তালিবান।
তালিবান প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, গতকাল রাতে (মঙ্গলবার) পাকিস্তানের বোমারু বিমান পাকটিকা প্রদেশের বারমেল জেলার চারটি এলাকায় বোমাবর্ষণ করে। তাতে শিশু ও মহিলা সহ ৪৬ জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানি বাহিনীর এক পদস্থ কর্তা বলেছেন, সীমান্ত এলাকায় তালিবান জঙ্গিদের আনাগোনা বেড়ে যাওয়ায় এই হামলা হয়েছে। সাধারণ মানুষ নয়, জঙ্গি ঘাঁটিগুলিকেই টার্গেট করেছে জেট বিমানগুলি।
আফগান প্রতিরক্ষা দফতরের তরফে এই হামলাকে বর্বর এবং স্পষ্টতই আগ্রাসনের চেষ্টা বলে বর্ণনা করা হয়েছে। তালিবান কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, এই হামলার জবাব দেওয়া হবে। আফগানিস্তানের ইসলামি আমিরশাহি ছেড়ে কথা বলবে না। এই কাপুরুষের মতো আচরণ বরদাস্ত করবে না তালিবান। দেশের সীমান্ত, জমি এবং সার্বভৌমত্ব রক্ষাই আমাদের প্রধান ও প্রথম কর্তব্য বলে হুঁশিয়ারি দিয়েছে আফগানিস্তান।