শেষ আপডেট: 14th October 2024 16:47
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিন অধ্যাপক। রয়াল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস সোমবার তাঁদের নাম ঘোষণা করে। বিভিন্ন দেশের উন্নতির মধ্যে বৈষম্যের বিষয়টি তুলে ধরে এবার অর্থনীতিতে নোবেল পেলেন তিনজন। পুরস্কার বিজয়ী তিনজন হলেন তুর্কি-আমেরিকান অর্থনীতিবিদ ড্যারন আসেমোগ্লু, ব্রিটিশ-আমেরিকান অর্থনীতিবিদ সাইমন জনসন, এবং জেমস এ. রবিনসন।
তাঁদের গবেষণার বিষয়টি কী?
রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সের নোবেল কমিটির তরফে জানানো হয়েছে, কোনও দেশের সমৃদ্ধির ক্ষেত্রে সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব কতটা, সেটা তুলে ধরেছেন নোবেল প্রাপ্ত তিন অর্থনীতিবিদ। বিচারকমণ্ডলী বলেছেন, 'ইউরোপীয় উপনিবেশকারীদের গঠিত বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাগুলো বিশ্লেষণ করেছেন তাঁরা। এমনকি এই তিনজন গবেষক প্রতিষ্ঠান ও সমৃদ্ধির মধ্যে সম্পর্ক রয়েছে, এমনটা প্রমাণ করতে পেরেছেন।'
অর্থনীতিতে নোবেল পুরস্কার কমিটির চেয়ারম্যান জ্যাকব সুইনসন বলেন, 'দীর্ঘদিন ধরেই গবেষণা করছি দেশগুলোর আয় নিয়ে। তবে এবার সিদ্ধান্তে এসে পৌঁছিয়েছি। দেশগুলোর আয়ের বিশাল ব্যবধান কমানো আমাদের সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। তবে এই লক্ষ্যে পৌঁছতে সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা অনেকটাই গুরুত্বপূর্ণ।'
পুরস্কার বিজয়ী তিনজন হলেন...
আসেমোগ্লু (৫৭) ও জনসন (৬১) দু'জনই-ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) অধ্যাপক হিসেবে কর্মরত। অন্যদিকে রবিনসন (৬৪) শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
পুরস্কার ঘোষণার সময় ফোনে এক সাংবাদিককে আসেমোগ্লু বলেন, 'আমি খুবই আনন্দিত। এটা একেবারে অপ্রত্যাশিত ও দারুণ খবর। এবার মনে হচ্ছে যা গবেষণা করেছি, তার গুরুত্ব অনেকটাই।'
অ্যাকাডেমির মতে, যে সমাজে আইনের শাসন দুর্বল এবং যে সমাজে এমন প্রতিষ্ঠান আছে, যা জনগণকে শোষণ করে, সেইসব সমাজ সমৃদ্ধশালী হয়ে উঠতে পারে না বা উন্নতির জন্য (নিজেকে) পরিবর্তন করতে পারবে না। আর তিন অর্থনীতিবিদ যে গবেষণা করেছেন, সেটা আমাদের বুঝতে সাহায্য করেছে যে কেন এরকম হয়।'