শেষ আপডেট: 24th September 2024 20:06
দ্য ওয়াল ব্যুরো: মহাকাশে অল্প দিনের একটি মিশনে গিয়ে এখন আটকে পড়েছেন সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযোগী ব্যারি বুচ। নাসা জানিয়েছে, তাঁদের ফিরিয়ে আনতে ২০২৫ সালের ফেব্রুয়ারি হয়ে যেতে পারে। চলতি মাসেই ইলন মাস্কের স্পেস এক্স-এর সঙ্গে যৌথ উদ্যোগে সুনীতাদের ফিরিয়ে আনার প্রস্তুতি নিয়েছে নাসা। আগামী ২৬ সেপ্টেম্বর তাঁদের রকেট মহাকাশে পাড়ি দেওয়ার কথা। কিন্তু তার আগে বড় বিপদ হতে পারে!
সুনীতাদের উদ্ধার করতে যাওয়ার এই মিশনের নাম দেওয়া হয়েছে 'ক্রু-৯ মিশন'। এই মহাকাশযানে দুটি আলাদা সিটে বসে দুজন মহাকাশচারী যাবেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। কিন্তু যে সময়ে তাঁদের রকেট পৃথিবী থেকে উৎক্ষপণ হওয়ার কথা, সেই সময় বড় সাইক্লোন আসার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সেই ঝড় এলে স্বাভাবিকভাবেই নির্দিষ্ট সময়ে নাসা-স্পেস এক্সের রকেট পৃথিবী থেকে উড়তে পারবে না। ফলে সুনীতাদের রেস্কিউ মিশনও যে আরও পিছিয়ে যাবে তা বলাই বাহুল্য।
'ট্রপিক্যাল সাইক্লোন নাইন' নামে এই ঘূর্ণিঝড় আসার কথা ওই সময়ে। মেক্সিকো এবং ফ্লোরিডার পশ্চিম উপকূলে তার ল্যান্ডফল হবে বলে আঁচ করা হচ্ছে। এতএব, সাইক্লোনের ওপর নজর রাখছে নাসা। রকেট উৎক্ষেপণের আগে বা ওই সময়ে ঝড় এলে কোনও ভাবেই এই মিশন শুরু করবে না তাঁরা। ফলত, ফের পিছিয়ে যাবে সুনীতাদের পৃথিবীতে ফিরে আসা।
ইতিমধ্যে যে রকেটটি (ফ্যালকন - ৯) স্পেস স্টেশনে যাবে তাকে কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে বের করে স্পেস লঞ্চ কমপ্লেক্স-৪০ চত্বরে আনার ব্যবস্থা করা হচ্ছে। তার পরীক্ষা-নিরীক্ষা কর হবে।
???? Tune in now to watch @NASA’s @SpaceX #Crew9 crew arrive at the Launch and Landing Facility: https://t.co/aDVL7xlW4d
— NASA's Kennedy Space Center (@NASAKennedy) September 21, 2024
গত ৫ জুন নাসার তরফে আমেরিকার ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস স্টেশন থেকে মহাকাশযান বোয়িং সিএসটি-১০০ স্টারলাইনার ক্যাপস্যুলে চড়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন সুনীতা ও ব্যারি বুচ। তারপর থেকে তাঁরা সেখানেই আটকে। পৃথিবী ছাড়ার পরই এই মহাকাশযানে পাঁচটি হিলিয়াম ফুটো হয়ে যায়। এর ফলে নষ্ট হয়ে যায় পাঁচটি ম্যানুভারিং থ্রাস্টার। ফলে তা ফাঁকাই ফিরিয়ে আনা হয় পৃথিবীতে।
নাসা জানিয়েছিল, সুনীতাদের কীভাবে ফেরানো যেতে পারে তার জন্য ১ লক্ষেরও বেশি মডেল-টেস্ট করেছে। তবে কোনও ভাবেই কোনও সুরাহা না মেলায় ইলন মাস্কের স্পেস এক্স সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ শুরু করে তাঁরা।