ট্রাম্প ও গ্রেফতার হওয়া ছাত্র
শেষ আপডেট: 11th March 2025 08:00
দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েল বিরোধী মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে আগেই কড়া ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald trump)। কথা মতো নিউ ইয়র্কের কলোম্বিয়া বিশ্ববিদ্যালয়ের (Columbia University) স্নাতকের ছাত্রকে গ্রেফতার (Student Arrest) করল মার্কিন হোমল্যান্ড সিকিওরিটি বিভাগের এজেন্টরা।
জানা গিয়েছে, মাহমুদ খলিল নামে ওই ছাত্র প্যালেস্তাইনপন্থী বিক্ষোভে গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করেছিলেন। ট্রুথ সোশ্যাল-এ করা একটি পোস্টে ট্রাম্পও এই গ্রিন কার্ডধারী মার্কিন ছাত্রকে গ্রেফতারের কথা জানিয়েছেন। ট্রাম্প লেখেন, 'এই গ্রেফতার প্রথম, আরও অনেক হবে'।
শুধু তাই নয়, ওই ছাত্রকে 'হামাসপন্থী উগ্র বিদেশি ছাত্র' বলেও উল্লেখ করেছেন ট্রাম্প। দাবি করেছেন, কলেজ ক্যাম্পাসে খলিলের মতো আরও অনেক 'সন্ত্রাসবাদপন্থী, ইহুদিবিরোধী, আমেরিকাবিরোধী কার্যকলাপে জড়িত' ছাত্র রয়েছেন।
সকলকেই মার্কিন প্রেসিডেন্ট 'বেতনভুক আন্দোলনকারী' বলেও কটাক্ষ করেছেন। স্পষ্ট করে জানিয়ে দেন, তিনি ও তাঁর দেশ এই সন্ত্রাসবাদীদের (মাহমুদ খলিল) প্রতি যাঁরা সহানুভূতিশীল তাঁদের খুঁজে বের করা হবে। গ্রেফতার করে বিতারিতও করা হবে।
'স্টুডেন্ট ওয়ার্কারস অফ কলোম্বিয়া লেবার ইউনিয়ন' বিবৃতি দিয়ে জানিয়েছিল, শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বাসভবন থেকে খলিলকে গ্রেফতার করা হয়। কলোম্বিয়া বিশ্ববিদ্যালয়ের 'স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স'-এর ছাত্র খলিল। তাঁর স্ত্রী মার্কিন নাগরিক এবং আট মাসের গর্ভবতী।
জানা গিয়েছে মাহমুদ খলিল নিজেও গ্রিন কার্ডধারী অর্থাৎ, আমেরিকার স্থায়ী বাসিন্দা। ঘটনায় সে দেশের নাগরিক অধিকার গোষ্ঠীগুলি ছাত্রের গ্রেফতারির তীব্র সমালোচনা করেছে।