শেষ আপডেট: 9th January 2025 12:14
দ্য ওয়াল ব্যুরো: শীত এলেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দাবানল গত চার দশক ধরে নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে চলেছে। যার প্রধান কারণ হিসেবে প্রকৃতি বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন। শীতকাল এলেই ঝড়ের মতো গতিবেগে হাওয়া এবং বৃষ্টিপাত কম হওয়ার দরুনই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একের পর এক দাবানলে জ্বলে ওঠে বনাঞ্চল। নেপথ্যে যুক্ত হয়েছে দ্রুত ও ক্রমাগত উষ্ণায়নের ফলে জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাব। এই দুইয়ের জোড়া ফলায় বিধ্বংসী চেহারায় জ্বলে ওঠে একরের পর একর বনভূমি।
গবেষকদের মতে, বিশ্ব উষ্ণায়নের জেরে দাবানলের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যেখানে আঞ্চলিক ভিত্তিতে পরিবেশেও দাবানলের উপযোগী সমস্ত রকমের উপকরণ থাকে, সেখানেই ভয়াবহ রূপে দেখা দিচ্ছে দাবানল। প্রচণ্ড গরমের পর দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় ক্যালিফোর্নিয়াতেও সেই রকম পারিপার্শ্বিক আবহাওয়া প্রস্তুত ছিল বলে অনুমান বিশেষজ্ঞদের। তার সঙ্গে সঙ্গত দিয়েছে কুখ্যাত শক্তিশালী ঝড়ের বেগে বয়ে যাওয়া স্যান্টা আনা বাতাস। বছরের এই সময়ে এই হাওয়া বয়ে যায় আমেরিকার এই প্রান্ত দিয়ে।
একে চারধার জলের অভাবে রুক্ষ্মশুষ্ক হয়ে আছে সেই গ্রীষ্মকাল থেকে। তার সঙ্গে ঘণ্টায় প্রায় ১০০ মাইল গতিবেগে বওয়া স্যান্টা আনা বাতাস রাজযোটক হয়ে দেখা দিয়েছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়। এই বাতাস বয়ে যাওয়ার সঙ্গে বিরাট বনভূমি দীর্ঘদিন ধরে শুকনো থাকার ফলে তা অতিদাহ্য পদার্থে পরিণত হয় বলে বিজ্ঞানীরা ইঙ্গিত দিয়েছেন। কারণ গত গ্রীষ্মেই রেকর্ড তাপমাত্রার সাক্ষী ছিল এই এলাকা এবং বৃষ্টির খরা চলছে বেশ কয়েকমাস চলছে।