শেষ আপডেট: 3rd October 2024 07:11
দ্য ওয়াল ব্যুরো: লেবাননে প্রবেশ করে হিজবুল্লা গোষ্ঠীর সঙ্গে লড়াই শুরু করেছে ইজরায়েল সেনাবাহিনী। প্রথম তাঁরা এয়ারস্ট্রাইক করে তাদের বাঙ্কার ধ্বংস করেছে। এবার একেবারে লেবাননের মাটিতে দাঁড়িয়েই 'যুদ্ধ' চালাচ্ছে আইডিএফ। তবে এই পরিস্থিতি তাঁদের একাধিক সেনা নিহত হয়েছে বলেই খবর।
বিগত দেড় সপ্তাহ ধরে লেবাননে টানা এয়ারস্ট্রাইক চালিয়েছে ইজরায়েল। দাবি করেছে, হিজবুল্লার প্রায় সব শীর্ষ নেতাকে তাঁরা খতম করেছে। এরপরই জানা যায়, দক্ষিণ লেবাননে ঢুকে গিয়ে হিজবুল্লা ঘাঁটি ধ্বংস করতে উদ্যত হয়েছে আইডিএফ।
তবে হিজবুল্লাও ছেড়ে দেওয়ার পাত্র নয়। তারাও পাল্টা আক্রমণে আইডিএফ-এর ৮ জওয়ানকে মেরেছে। পাশাপাশি আরও ৭ জন গুরুতর আহত।
এতদিন ধরে হিজবুল্লা বা আইডিএফ-এর কেউই একে অপরের দেশের সীমান্ত অতিক্রম করেনি। কিন্তু শেষ কয়েকদিনে পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। হিজবুল্লা কীভাবে দক্ষিণ লেবাননকে নিজেদের অস্ত্রভাণ্ডার বানিয়ে রেখেছে তার ভিডিও সামনে আনে ইজরায়েল। বলা হয়, এই জায়গা ধ্বংস না করতে পারলে নিজেদের নাগরিকদের সুরক্ষা তাঁরা দিতে পারবে না। এরপরই লেবাননে ঢুকতে শুরু করে ইজরায়েল জওয়ানরা।
এরই মধ্যে আবার ইজরায়েলে হামলা চালায় ইরান। পরপর মিসাইল হামলায় সে দেশের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এয়ারড্রোম থাকার কারণে বেশি ক্ষতি হয়নি ইজরায়েলের। যদিও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান যে ভুল করেছে তার মাশুল দিতে হবে। সময় মতো মূল্য চোকাবে তাঁরা।
সেই পাল্টা হামলা নিয়ে এখন শঙ্কিত আরব দুনিয়া। তারই মধ্যে জানা গেল আইডিএফ জওয়ানদের মৃত্যু খবর।
বুধবার ইজরায়েলি বাহিনী জানিয়েছিল, দক্ষিণ লেবাননে স্থলভাগে হানাদারিতে সেনা ও সাঁজোয়া ইউনিট নেমে পড়েছে। তবে নির্দিষ্ট কিছু এলাকাকে নিশানা করা হবে। সীমান্ত পেরিয়ে ইতিমধ্যেই কমান্ডো এবং প্যারাট্রুপাররা লেবাননে ঢুকেছে। তাঁদের মধ্যেই ৮ জনের মৃত্যু হয়েছে বলে অনুমান।