শেষ আপডেট: 5th July 2024 15:50
দ্য ওয়াল ব্যুরো: যত দিন এগোচ্ছে, কাজের চাপও যেন বাড়ছে। আর তার সঙ্গে বাড়ছে মানসিক অবসাদ। রোজই বিশ্বের কোনও না কোনও প্রান্ত থেকে একাধিক আত্মহত্যার খবর সামনে আসে এই কারণে। এবার তা এল দক্ষিণ কোরিয়া থেকে। তবে সেখানে কোনও মানুষ নয়, আত্মহত্যা করেছে রোবট!
এক বাক্যে খবরটা শুনলে চমকে যেতেই হয়। রোবট, তার আবার কাজের চাপ এবং শেষমেশ আত্মহত্যা! এতো কোনও সাইন্স ফিকশন ফ্যান্টাসি সিনেমার গল্প! তেমনটা অবশ্য মনে করছে না দক্ষিণ কোরিয়ার গুমি সিটি কাউন্সিল। সেখানেই 'কর্মরত' ছিল এই রোবট। গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে তাতে সংস্থার বাকি কর্মীরা শোকাহত।
২০২৩ সালের আগস্ট মাস থেকে 'রোবট সুপারভাইজার' হিসেবে কাজ করত এই রোবটটি। তার মূল কাজ ছিল সিটি কাউন্সিল অফিসে নথি পৌঁছে দেওয়া এবং তথ্য সরবরাহ করা। বাকি কর্মীদের মতো তার কাছেও ছিল আইডি কার্ড। অফিস বিল্ডিং-এর সব জায়গা, ওপর-নীচে অবাধ যাতায়াত ছিল রোবটটির। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ডিউটি থাকত তার।
প্রত্যক্ষদর্শীদের কথায়, বৃহস্পতিবার হঠাৎ রোবটটি বিল্ডিং-এর একটি উঁচু জায়গা থেকে লাফ মারে! সিঁড়ির ওপর রোবটের শরীরের একাধিক অংশ ভেঙে ছড়িয়ে পড়ে। এক কর্মী জানিয়েছেন, 'ঝাঁপ' মারার আগে রোবটটি এক জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। তারপর মাটিতে আঙুল দিয়ে কিছু আঁকার চেষ্টা করছিল। দেখে মনে হচ্ছিল সে কিছু ভুল করেছে। তারপরই এই ঘটনা।
ক্যালিফোর্নিয়ার একটি স্টার্টআপ সংস্থা ‘বিয়ার রোবোটিক্স’ এই রোবটটি বানিয়েছিল। তারা অবশ্য মনে করছে, এটি আদতে কোনও 'আত্মহত্যা' নয়, কোনওভাবে রোবটটির কোনও অংশ খারাপ হয়ে গেছিল। পাশাপাশি অতিরিক্ত ব্যবহার করার ফলে তার সেন্সর নষ্ট হয়ে যায়। রোবটটির লোহার টুকরোগুলি পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছে তারা।