শেষ আপডেট: 14th April 2025 17:11
দ্য ওয়াল ব্যুরো: পরনে ফ্রক, চুলে বিনুনি করা। এভাবেই ৮ মাসের এক শিম্পাঞ্জিকে সাজানো হয়েছে বাচ্চা মেয়েদের মতো। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সরব হয়েছে নেটিজেনদের একাংশ। চিনের এক চিড়িয়াখানার এই কীর্তিতে শুরু হয়েছে বিতর্ক।
হেনান প্রদেশের কিনইয়াঙে অবস্থিত হেশেং ফরেস্ট চিড়িয়াখানায় জন্ম কিজি-র। বয়স ৮ মাস। শিশু শিম্পাঞ্জিটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে বাচ্চা মেয়ের পোশাকে দেখা গিয়েছে। একটি দোলনায় বসানো হয়েছে কিজিকে। তাকে ঘিরে রয়েছে বহু খেলনা। পর্যটকরা তার সঙ্গে হাত মেলাচ্ছেন। কেউ কেউ আবার ফটো তোলার জন্য তাকে কোলে তুলে নিচ্ছেন।
চিনের চিড়িয়াখানার এই ভাইরাল ভিডিও ভাল লেগেছে অনেকেরই। তবে অনেকে আবার এই বিষয়টিকে 'অমানবিক' বলে দাবি করেছেন। রোষের মুখে পড়তেই চিড়িয়াখানার তরফে বিতর্কের জবাব দেওয়া হয়েছে।
তাদের কথায়, শিশু শিম্পাঞ্জির শরীর উষ্ণ রাখতেই তাকে পোশাক পরানো হয়েছে। এছাড়া কিজির চুল অনেক লম্বা, ওর মুখের উপর এসে পড়ায় চোখ ঢেকে যায়। এই কারণেই কিজির চুল বেঁধে রাখা হয়েছে।
চিড়িয়াখানার এই উত্তর সন্তোষজনক হয়নি। কারণ চিনের এক বিজ্ঞানী সান কিউয়ানহুয়ি এর পাল্টা বলেছেন, ওরাংওটাংদের ক্ষেত্রে তাদের শরীরের লোম তাপমাত্রা বজায় রাখে। পোশাকের জন্য দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণের স্বাভাবিক ক্ষমতা ব্যাহত হতে পারে।
পাশাপাশি বন্য প্রাণীদের নিম্ন রুচির বিনোদনের জন্য ব্যবহার করার অভিযোগ এনে চিড়িয়াখানার কর্তৃপক্ষকে কাঠগড়ায় তুলেছেন ওই বিজ্ঞানী।