শেষ আপডেট: 9th March 2025 12:47
দ্য ওয়াল ব্যুরো: মর্মান্তিক পরিণতি চিনের (China) জনপ্রিয় ভ্লগার মাওইউইউ (Vlogger Maoyouyou)-এর। কয়েকদিন আগেই একটি ভিডিওতে শি ইয়ে (Shi Ye) নামে ওই তরুণী জানান, আর্থিক অবস্থার কারণে তিনি কিছু খেতে পারছেন না। তার ২৪ ঘণ্টার মধ্যে আচমকা এমন পরিণতিতে উঠছে প্রশ্ন।
সাউথ চায়না মর্নিং পোস্টের একটি প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ব্লগার মাওইউইউ, যার আসল নাম শি ইয়ে তিনি মূলত অ্যানিমে সার্কেলে জনপ্রিয় ছিলেন। দেশজুড়ে অনুষ্ঠিত অ্যানিমে কনভেনশনে যোগ দিতেন তিনি। মূলত কার্টুন চরিত্রে অভিনয় করে তা ক্যামেরাবন্দী করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেন তিনি। স্বাভাবিকভাবেই অল্প সময়ের মধ্যে খ্যাতি অর্জন করলেও তা বেশিদিন স্থায়ী হল না।
সূত্রের খবর, মৃত্যুর একদিন আগে, শি তাঁর প্রিয় কার্টুন চরিত্রগুলির মধ্যে একটির চরিত্রে অভিনয় করে একটি লাইভস্ট্রিম করেছিলেন। তবে, কিছু দর্শকের মতে, ২৪ বছর বয়সি তরুণী অত্যন্ত হতাশ ছিলেন। লাইভ চলাকালীন, মিস শি বলেন, তিনি "মৃত্যুর দ্বারপ্রান্তে" দাঁড়িয়ে আছেন এবং বিগত দুই দিন ধরে তিনি কিছুই খাননি। পাশাপাশি না খাওয়ার ফলে তাঁর কোনওরকম ক্ষুধাও ছিল না বলে খবর।
এদিকে লাইভ শো শেষের পর মৃত্যুর ঠিক কয়েক ঘন্টা আগে শি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন। সেখানে লেখেন, "আমরা আর কখনও দেখা করব না"। এটা থেকেই পরিষ্কার তিনি আত্মহত্যার ইঙ্গিত দিয়েছিলেন।
যদিও তরুণীর পরিবার বিবৃতি প্রকাশ করে জানিয়ে দেয় মেয়ের মৃত্যুর কারণ তাঁরা কোনওভাবেই সামনে আনতে চান না। তবে ওই তরুণী ব্লগারের অনেক ভক্ত সন্দেহ করেন তিনি হতাশার কারণে আত্মহত্যা করেছেন।
পরিবারের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, এখনও অনেক মানুষ তাকে পছন্দ করেন। তাই তাঁর মোবাইল ফোন নম্বর বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি বাতিল করা হবে না। পরিবর্তে অ্যাকাউন্টগুলি আগের মতোই রেখে দেওয়া হবে। যাতে তাঁর সম্পর্কে খুঁটিনাটি ওখানে পোস্ট করা যায়।
সোশ্যাল মিডিয়ায় শি'র কথোপকথন অনুসারে জানা গিয়েছে, তিনি তিন বছর ধরে বেইজিংয়ে একটি ভাড়া ফ্ল্যাটে থাকছিলেন। কিন্তু কয়েক মাস ধরে ভাড়া দেওয়ার মতো টাকা ছিল না। তিনি অসুস্থ হয়ে পড়লেও চিকিৎসার জন্য প্রয়োজনীয় টাকাও তাঁর কাছে ছিল না। সে কারণেই হাসপাতালে ভর্তি হতে পারেননি।
কিন্তু আচমকা তরুণী ইনফ্লুয়েন্সারের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকের ছায়া। তরুণীর মানসিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। একজন ব্যবহারকারী লিখেছেন, "অত্যুন্ত দুঃখের বিষয়! মানসিক সমস্যায় থাকা মানুষদের প্রতি আমাদের আরও যত্নবান হওয়া উচিত।"
আরেকজন লিখেছেন, অত্যন্ত আশাবাদী মানুষ ছিলেন। আশা করি অন্য জগতে সুখে বসবাস করবেন। তবে আচমকা কীভাবে তাঁর মৃত্যু হল তা স্পষ্ট না হলেও মানসিক অবসাদের কারণেই এমন পরিণতি বলে মত সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের।