শেষ আপডেট: 26th July 2024 14:51
দ্য ওয়াল ব্যুরো: একটা জিনিস হয়তো অনেকের খেয়াল হয় না যে, মশার মতো মাছি সহজে মারা যায় না। মাছি মারতে গেলে কিছুটা 'কসরত' করতে হয়। তবে এই মাছি মারতে গিয়ে যে অঙ্গহানি হয়ে যেতে পারে তা স্বপ্নেও কেউ কল্পনা করে না। কিন্তু চিনের এই যুবকের সঙ্গে তা বাস্তবে ঘটেছে। মুখের সামনে ঘুরতে থাকা একটি মাছি মারতে গিয়ে একটা চোখ নষ্ট হয়ে গেছে তাঁর! গোটা ঘটনায় অবাক চিকিৎসকরাও।
চিনের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, হু নামের সেঞ্জেনের বাসিন্দা ওই ব্যক্তির বাঁ চোখ বাদ দিতে হয়েছে। কিন্তু কী করে ঘটল এমন ঘটনা। চিকিৎসকরা জানিয়েছেন, হুয়ের মুখের সামনে অনেকক্ষণ ধরে একটি মাছি ঘুরছিল। শেষে সেটি এসে তাঁর মুখের ওপরই বসে। তখনই মাছিটি মারতে যান হু। কিন্তু নিজের হাতে সজোরে তাঁর চোখে আঘাত লাগে। মাছিটি তো মরে যায় তবে হুয়ের বাঁ চোখ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
মাছিটি মারার সঙ্গে সঙ্গেই হুয়ের বাঁ চোখ ব্যাথা হতে শুরু করে। ক্রমশ লাল হতে থাকে সেটি। লক্ষণ ভাল নয় বুঝতে পেরে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যান তিনি। চিকিৎসকরা বুঝতে পারেন, জোরে আঘাত লাগার ফলে তাঁর বাঁ চোখে সংক্রমণ হয়ে গেছে। কিছু পরীক্ষার পর দেখা যায়, মাছিটির শরীর থেকেও সংক্রমণ ছড়িয়েছে তাঁর চোখে। দুইয়ে মিলে হুয়ের চোখ নষ্ট হতে চলেছে।
এই ঘটনার পর কিছুদিন ওষুধ খেয়েছিলেন হু। তবে তাতে কোনও কাজই দেয়নি। উলটে, চোখের সংক্রমণ আরও বেড়ে যায়। ডাক্তারের কাছে গেলে তিনি জানতে পারেন, এই ভাবে সংক্রমণ বাড়তে থাকলে তা চোখ থেকে ব্রেনেও প্রভাব ফেলবে! তাই আর দেরি না করে বাঁ চোখ বাদ দিয়ে দেন হু। এই ঘটনায় চিনের সোশ্যাল মিডিয়াতেও হইচই পড়ে গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, যে ধরনের মাছি থেকে এমন সংক্রমণ হয়েছে তারা মূলত বাড়ির কোনও অন্ধকার, নোংরা জায়গায় জন্মায় এবং থাকে। সেটা বাথরুম হতে পারে বা বাগানের কোনও অংশ। তাই নিয়মিত বাড়ি পরিষ্কার করার পরামর্শ দিচ্ছে তারা। একই সঙ্গে, মুখের সামনে উড়তে থাকা কোনও মাছি বা পোকাকে মারতে না গিয়ে সরে আসার উপদেশও দেওয়া হচ্ছে।