শেষ আপডেট: 5th March 2025 14:11
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া শুল্কযুদ্ধ ঘোষণার পাল্টা 'যুদ্ধ' ঘোষণা করল শি জিনপিংয়ের নেতৃত্বাধীন কমিউনিস্ট চিন। যদি আমেরিকা যেভাবেই হোক যুদ্ধ চায়, তা সে শুল্কযুদ্ধ হোক বা বাণিজ্যযুদ্ধ কিংবা যে কোনও ময়দানে যে কোনও ধরনের যুদ্ধ চায়, আমরা শেষপর্যন্ত লড়াই চালাতে প্রস্তুত আছি। চিনা বিদেশ মন্ত্রক একটি এক্স বার্তায় সাফ হুঁশিয়ারি দিয়েছে আমেরিকাকে।
চিন জানিয়ে দিয়েছে, ট্রাম্পের ফেনটানিল (একটি অতি ক্রিয়াশীল আচ্ছন্ন করার মাদক, যা মূলত ক্যানসারের যন্ত্রণা কমাতে বা অ্যানাসথেসিয়া করার কাজে ব্যবহার করা হয়) ইস্যু অত্যন্ত দায়সারা একটি অজুহাত। এর উপর দাঁড়িয়ে চিনের উপর আমদানি শুল্ক বাড়ানোর কোনও যুক্তি নেই। তাই চিনা পণ্যের ওরা আমদানি শুল্ক বাড়ালে, বেজিং কর্তৃপক্ষও পাল্টা শুল্ক চাপাবে বলে জানিয়ে দিয়েছেন বিদেশ মুখপাত্র লিন জিয়ান। তিনি আরও বলেন, চিনের পাল্টা শুল্কযুদ্ধ পুরোপুরি যুক্তিযুক্ত এবং দেশের স্বার্থ ও অধিকার রক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, ট্রাম্প এর আগে অভিযোগ তুলেছিলেন চিন ফেনটানিল সংকট মেটাতে উপযুক্ত পদক্ষেপ করছে না। তিনি বলেছিলেন, ফেনটানিল তৈরিতে ব্যবহৃত একটি রাসায়নিক রফতানি কিছুতেই বন্ধ করছে না চিন। ফেনটানিল মেডিক্যাল কাজে ছাড়াও মাদক হিসাবে ব্যবহার হয়ে থাকে আমেরিকায়। আফিমের আড়ক হিসাবে নেশাগ্রস্ত অবস্থায় অনেকের মৃত্যুও ঘটে বলে চিনের বিরুদ্ধে অভিযোগ ছিল ট্রাম্পের। যদিও চিনা মুখপাত্রের দাবি, আমেরিকা নিজেই ওপিওড সমস্যার জন্য দায়ী।
লিন আমেরিকাকে কাঠগড়ায় তুলে আরও বলেন, ফেনটানিল সমস্যা নিয়ে বেজিং সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলেছিল। তা সত্ত্বেও একটি সামান্য অজুহাত খাড়া করে তারা চিনের উপর শুল্কের খাঁড়া চাপাচ্ছে। আমাদের প্রয়াসকে স্বীকৃতি না দিয়েই চিনকে অপরাধী সাব্যস্ত করে ব্ল্যাকমেল করতে চাইছে আমেরিকা। ওদের সাহায্য করার জন্যই ওরা আমাদের শাস্তি দিচ্ছে। এতে ওদের সমস্যা আদৌ মিটবে না বলে জোরের সঙ্গে বলেন চিনা বিদেশ মুখপাত্র।
চিন আরও বলেছে, আমাদের হুমকি দিয়ে বা দাদাগিরি ফলিয়ে ভয় দেখানো যাবে না। চাপ দিয়ে, জোর ফলিয়ে অথবা হুমকি দিয়ে চিনকে দমানো যাবে না। চিনের উপর প্রচণ্ড চাপ দিয়ে যদি কেউ তাকে বশে আনার চেষ্টা করে, তাহলে তারা ভুল করছে এবং চালেও ভুল করছে। ফেনটানিল যদি সমস্যা মেটাতে হয় তাহলে আমাদের সমান গুরুত্ব দিয়ে আলোচনায় বসতে হবে আমেরিকাকে। আমেরিকাকে সাবধান করে চিন এই বলে বক্তব্য শেষ করেছে যে, যদি ওরা বাণিজ্যযুদ্ধ বা যে কোনও যুদ্ধ চায়, তাহলে চিন প্রস্তুত। শেষপর্যন্ত আমরা লড়ে যাব।