প্রতীকী ছবি
শেষ আপডেট: 22 February 2025 12:19
দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের আতঙ্ক (Covid-19) কি আবার ফিরতে চলেছে? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন তুলে দিয়েছে চিনের সাম্প্রতিক গবেষণা (China)। বাদুড়ের দেহে নতুন ধরনের এক করোনাভাইরাসের খোঁজ পেয়েছে তারা যা মানুষকে সংক্রামিত করতে পারে। এই নতুন ভাইরাসের নাম এইচকেইউ৫-সিওভি-২ (HKU5-CoV-2)। কেন আচমকা এই ভাইরাস নিয়ে চিন্তা বাড়ছে তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে।
বিজ্ঞান বিষয়ক এক জার্নাল 'সেল'-এ বলা হয়েছে, বাদুড়ের শরীরে পাওয়া এই নতুন ভাইরাসের সেল-সারফেস প্রোটিনের গঠন একদম সার্স-কোভ-২-এর মতো। তাই মানুষ যে এর দ্বারা সংক্রামিত হতে পারে, তার সম্ভাবনাই প্রবল। এক কথায়, গবেষণায় প্রকাশ করা হয়েছে, পুরনো কোভিড ভাইরাসের সঙ্গে অনেকাংশে মিল রয়েছে এই এইচকেইউ৫-সিওভি-২-এর। তবে এই নিয়ে আরও বেশি পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন বলেও জানানো হয়েছে। তাই এখন থেকে আতঙ্কিত না হওয়ারই পরামর্শ দিয়েছে চিনের গবেষকরা।
‘ব্যাট উওম্যান’ নামে পরিচিত ভাইরোলজিস্ট শি ঝেংলির নেতৃত্বে এক গবেষক দল এই ভাইরাস নিয়ে গবেষণা চালিয়েছে। তাদের স্পষ্ট কথা, পৃথিবীতে অসংখ্য করোনাভাইরাস রয়েছে তবে কিছু সংখ্যকই মানুষকে সংক্রামিত করতে পারে। সেই কারণে সার্সের মতো এই এইচকেইউ৫-সিওভি-২ ভাইরাস নিয়েও সতর্ক গবেষকরা। আগামী কয়েকদিনে এই ভাইরাস নিয়ে আরও তথ্য মিলবে বলেই আশা।
শি ঝেংলি কে
বাদুড়ের দেহে করোনাভাইরাস নিয়ে গবেষণা করার ক্ষেত্রে প্রচুর জ্ঞান রয়েছে শি-র। তাই তাঁকে ‘ব্যাট উওম্যান’ বলা হয়। উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজিতেও কাজ করেছেন তিনি যাকে ২০২০ সালে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ‘গ্রাউন্ড জিরো’ বলে মনে করা হয়। যদিও শি দাবি করেছিলেন, উহানের কোনও ল্যাব থেকে ভাইরাস ছড়ায়নি। সেই থেকে আজ পর্যন্ত এটা স্পষ্ট হয়নি যে আদতে কোভিড-১৯ ছড়িয়েছিল কোথা থেকে।
কয়েক মাস আগেই HMPV ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়েছিল। একের পর এক শিশু আক্রান্ত হচ্ছিল ভারত সহ একাধিক দেশে। তবে চিকিৎসকরা জানিয়েছিলেন, প্রত্যেক বছরই এই ভাইরাসের প্রকোপ দেখা যায়। শীতকালে এই ভাইরাসের প্রকোপ বেশি হয়। এটি অত্যন্ত সাধারণ ভাইরাস। এই ভাইরাসের সংক্রমণ যদি একবার হয় তাহলে ১০-১৫ বছর ইমিউনিটি থাকে।