শেষ আপডেট: 4th January 2025 12:04
দ্য ওয়াল ব্যুরো: চিনে ফের এক নতুন ভাইরাস ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় চিনের একাধিক হাসপাতালের ছবি, ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে, বহু মানুষের মুখে মাস্ক এবং তাঁরা অপেক্ষারত অবস্থায় বসে রয়েছেন। এই দৃশ্য দেখেই ভয়ে কাঁটা অনেকে। তবে বেজিং প্রশাসন এই বিষয়ে মুখ খুলে আশ্বস্ত করেছে বিশ্বকে।
শীতকালে এমনটা হয়েই থাকে! HMPV সংক্রমণ নিয়ে এই ব্যাখ্যাই দিয়েছে চিন। তাদের সাফ কথা, শীতকালে এমন ধরনের অনেক ভাইরাসের বাড়বাড়ন্ত দেখা যায়। তাই এই ভাইরাস নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই। আর সমাজমাধ্যমে যে ছবি ছড়িয়ে পড়েছে তা নিয়েও যেন কেউ অহেতুক চিন্তা না করেন, সেই পরামর্শ দেওয়া হয়েছে।
ভাইরাস সংক্রমণের খবরে অনেকেই আবার চিন যেতে ভয় পাচ্ছেন। তাঁদের কাছে ফিরে আসছে সেই করোনা স্মৃতি। কিন্তু চিনের বিদেশমন্ত্রক স্পষ্ট দাবি করেছে, তাঁদের দেশ ১০০ শতাংশ সুরক্ষিত। চিনে আসতে কারও কোনওরকম ভয় পাওয়ার প্রয়োজন নেই।
ভারতীয় বিশেষজ্ঞরাও ইতিমধ্যে এই ভাইরাস নিয়ে সকলকে আশ্বস্ত করেছেন। 'ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল'-র (এনসিডিসি) বিশেষজ্ঞরা বলছেন, সমস্ত ধরনের শ্বাসকষ্টজনিত সমস্যার হাত থেকে বাঁচতে সতর্ক থাকা দরকার। তাহলেই আর কোনও ভয় থাকবে না। আর এখনই এই নয়া ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বক্তব্য, আর পাঁচটা শ্বাসনালীর সংক্রমণকারী ভাইরাসের মতোই হল হিউম্যান মেটানিউমো ভাইরাস।
সাধারণত ঠান্ডা লাগার মতোই উপসর্গ তৈরি করে এই ভাইরাস, ঠিক যেমন করত করোনা ভাইরাস। একদম সাধারণ উপসর্গ কাশি, জ্বর, নাকের সমস্যা, শ্বাসকষ্ট। তবে মারাত্মক আকার ধারণ করলে যে কোনও রোগীর ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া হতে পারে। ভাইরাসের আক্রান্ত হওয়ার ৩ থেকে ৬ দিনের মধ্যেই তার উপসর্গ সামনে আসবে।