শেষ আপডেট: 9th March 2024 00:00
দ্য ওয়াল ব্যুরো: কাউকে চাকরির টোপ, আবার কেউ বা নিছক ঘুরতে গিয়েছিলেন রাশিয়ায়। আর সেখানেই ‘প্রতারণা’ করে ভারতীয় যুবকদের যোগ দেওয়ানো হয় সেনাবাহিনীতে। এই অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসেছে কেন্দ্র। তদন্ত শুরু করেছে সিবিআই।
দেশের কিছু কোম্পানি এবং এজেন্ট 'জোর' করে 'ভুল বুঝিয়ে' ভারতীয় যুবকদের রাশিয়া পাঠিয়েছে, তদন্তে উঠে এসেছে এমনই তথ্য। ইতিমধ্যে দেশের বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। শুক্রবার বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই ঘটনায় জড়িতদের কড়া শাস্তি দেওয়া হবে। কয়েকজনের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ দায়ের হয়েছে।
বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারতীয়দের দ্রুত দেশে ফেরানোর জন্য রাশিয়ার সরকারের সঙ্গে আলোচনা চলছে। এপ্রসঙ্গে তিনি বলেন, “বেশ কয়েকজন এজেন্টের বিরুদ্ধে মানব পাচারের মামলা দায়ের করেছে সিবিআই। সমস্ত এজেন্ট ও সংস্থা, যারা বিদেশে ভারতীয়দের প্রলোভন দেখিয়ে পাঠাত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সকলকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।”
সিবিআই সূত্রে খবর, মোট ৩৫ জনকে ভারত থেকে রাশিয়ায় পাঠানো হয়েছে। তবে সকলকেই যুদ্ধে পাঠানো হয়েছে কিনা তা জানা যায়নি। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ভারতীয় যুবকদের রাশিয়াতে মোটা অঙ্কের বেতনের চাকরির প্রলোভন দেখানো হয়েছিল। একেক জনকে একেক ধরনের কাজের কথা বলা হয়। একইসঙ্গে ওই দেশে স্থায়ী বসবাসের অনুমতি পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছিল।
ইতিমধ্যে দেশ জুড়ে ১৩ টি জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই। মানব পাচারের অভিযোগে মোট চারটি সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। দিল্লি, মুম্বই, চেন্নাই, তিরুঅনন্তপুরম, অম্বালা, চণ্ডীগড় এবং মাদুরাইয়ের মোট দশটি এলাকায় চলেছে তল্লাশি। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদও করছেন আধিকারিকরা। ল্যাপটপ, ফোন ছাড়াও এই তল্লাশির পরে ৫০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে সিবিআই।