কার্লো অ্যাকুতিস। ফাইল ছবি।
শেষ আপডেট: 22 April 2025 11:09
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত পোপ ফ্রান্সিসের নির্বাচিত কার্লো অ্যাকুতিস মরণোত্তর 'সেন্ট' বা সিদ্ধ পুরুষের সম্মান পেতে চলেছেন আগামী ২৭ এপ্রিল, রবিবার। 'অত্যাশ্চর্য ক্ষমতা'র অধিকারী ব্রিটিশ-ইতালিয়ান কিশোর কার্লো অ্যাকুতিস এই শতাব্দীর প্রথম সেন্ট মর্যাদা পেতে চলেছেন। আগামী শনিবার তাঁকে এক অনুষ্ঠানের মাধ্যমে সেন্ট করার কথা ছিল খোদ পোপের। কিন্তু, তাঁর আকস্মিক প্রয়াণে অনুষ্ঠানটি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।
ইতালীয় বংশজাত ব্রিটিশ ১৫ বছরের কিশোর কার্লো 'গডস ইনফ্লুয়েন্সার' বলে খ্যাত। ২০২৪ সালে তাঁকে মরণোত্তর সেন্ট মর্যাদা দিয়েছিলেন প্রয়াত পোপ ফ্রান্সিস। প্রসঙ্গত, ২০০৬ সালে লিউকেমিয়ায় মৃত্যু হয় কার্লোর। প্রতিদিন কয়েক হাজার খ্রিস্ট ধর্মাবলম্বী ভক্ত ইতালির আসসিসি শহরে অ্যাকুতিসের সমাধি দেখতে যান। গতবছর প্রায় ১০ লক্ষ ভক্ত তাঁর সমাধিতে ফুল দিয়ে আসেন।
কার্লো বিখ্যাত হয়ে ওঠেন তাঁর ক্যাথলিক ধর্মবিশ্বাসী একটি ওয়েবসাইট খুলে। সেখানে তিনি প্রায় প্রতি মুহূর্তে খ্রিস্টধর্মের গুণাবলি ও মাহাত্ম্য প্রচার করতেন। যা তাঁকে গডস ইনফ্লুয়েন্সার নামে খ্যাতি এনে দিয়েছিল। ভ্যাটিকান কর্তৃপক্ষের অনুমান, ভারত সহ সারা বিশ্বের ১৫টি দেশের প্রায় ৮০ হাজার টিনএজার রোমের জুবিলি অফ টিনএজার অনুষ্ঠানে যোগ দেবে। সেখানেই কার্লোকে সেন্ট (মরণোত্তর) মর্যাদায় ভূষিত করা হবে।
কে কার্লো অ্যাকুতিস?
কার্লোর জন্ম ১৯৯১ সালের মে মাসে লন্ডনে। ধনী ইতালীয় পরিবারে জন্মানো অ্যাকুতিস বড় হয়েছেন ইতালির মিলানে। জন্ম থেকেই তাঁর মধ্যে এক অদ্ভুত খ্রিস্টভাব দেখা দেয় এবং মাত্র ৭ বছর বয়সে প্রথম তাঁর প্রথম ঈশ্বর প্রতীতি হয় বলে দাবি করা হয়। সে প্রায় রোজই গির্জার প্রার্থনাসভায় যেত। এবং ঘণ্টার পর ঘণ্টা ঈশ্বর সাধনায় মগ্ন থাকত। এ সত্ত্বেও কার্লো আর পাঁচটা বাচ্চার মতোই ঘুরতে-বেড়াতে, ভিডিও গেম খেলতে এবং বন্ধুবান্ধবদের সঙ্গে হাসি-মশকরাও করত।
২০০৬ সালের অক্টোবরে এহেন প্রাণচঞ্চল কিশোরের ১৫ বছর বয়সে রক্তের ক্যানসার ধরা পড়ে। এবং মাত্র ১০ দিনের মধ্যে উত্তর ইতালির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে কার্লো। তাঁর ইচ্ছা অনুযায়ী সেন্ট ফ্রান্সিসের নিজের শহর আসসিসিতে সমাহিত করা হয়।