শেষ আপডেট: 6th January 2025 09:48
দ্য ওয়াল ব্যুরো: আজকালের মধ্যে পদত্যাগ করতে পারেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার একাধিক সরকারি সূত্র উল্লেখ করে সে দেশের জনপ্রিয় দৈনিক গ্লোব অ্যান্ড মেইল জানিয়েছে, ট্রুডো দলীয় সভাপতি এবং প্রধানমন্ত্রী দুই পদ থেকেই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন।
একাধিক সূত্র জানাচ্ছে, দেশের অস্থির অর্থনৈতিক পরিস্থিতি ছাড়াও বিরোধীরা ট্রুডোর বিরুদ্ধে ভারতের সঙ্গে কূটনৈতিক লড়াইয়ে তিনি কানাডার মর্যাদাহানী করেছেন। দলের মধ্যেও এই ইস্যুতে সমালোচনার মুখে পড়েছেন ট্রুডো।
গত বছর তিনি দেশের সংসদে অভিযোগ করেছিলেন, ভারতীয় এজেন্ট কানাডার নাগরিক হরদীপ সিং নিজ্জরকে হত্যা করেছে। সেই থেকে দু্ দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকে। কূটনীতিক বহিষ্কারের মতো গুরুতর পদক্ষেপও নেয় দু-দেশ। কিন্তু ভারতের দাবি মতো কানাডা হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টের যুক্ত ঞাকার সপক্ষে কোনও প্রমাণ দাখিল করতে পারেনি।
জানা গিয়েছে, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে অর্থমন্ত্রী ডমিনিক লেব্লেঙ্কের নাম প্রস্তাব করেছেন। চলতি বছরেই সেখানে জাতীয় সংসদ ভোট হওয়ার কথা। দশ বছর আগে ট্রুডো়র লিবারল পার্টি চরম বিপদে পড়েছিল। তখন দলকে টেনে তুলেছিলেন ট্রুডোই।