মার্ক কার্নি।
শেষ আপডেট: 10th March 2025 07:41
দ্য ওয়াল ব্যুরো: কানাডার নতুন প্রধানমন্ত্রী হলেন মার্ক কার্নি (Canada's Liberal Party , Mark Carney)। প্রধানমন্ত্রী পদের লড়াইয়ে প্রাক্তন অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে ৮৬ শতাংশ ভোটে হারিয়ে দিয়েছেন লিবেরাল পার্টির নেতা ট্রুডো।
ফলে ৯ বছর পরে নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে কানাডা। এতদিন এই পদে ছিলেন জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। তাঁর আমলে ভারতের সঙ্গে কানাডার কূটনৈতিক বিবাদ চরমে পৌঁছেছিল। নতুন প্রধানমন্ত্রী আসার পর পরিস্থিতির বদল হয় কিনা এখন সেটাই দেখার।
প্রধানমন্ত্রী পদ পদ ছাড়ার পর আবেগঘন কণ্ঠে দেশবাসীর উদ্দেশ্যে ট্রুডো বলেন, “আমায় ভুল বুঝবেন না, আমি বিগত ৯ বছরে যা করেছি, সবটাই দেশের জন্য।”
প্রসঙ্গত গত এক বছর ধরে ট্রুডোর জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকেছিল। ফলে তাঁর দল লিবেরাল পার্টির অন্দর থেকেও ইস্তফার দাবি জোরাল হয়ে ওঠে। পরিস্থিতির চাপে কত জানুয়ারিতে ট্রুডো বাধ্য হয়ে জানান তিনি প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন।
এরপরই নতুন প্রধানমন্ত্রী ঠিক করার জন্য নির্বাচনের আয়োজন করেছিল লিবেরাল পার্টি। সেখানে বিপুল ভোটে প্রতিপক্ষকে পরাজিত করে জয়ী হলেন ৫৯ বছর বয়েসি মার্ক কার্নি।