শেষ আপডেট: 29th September 2024 22:37
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে খোঁজ মিলল হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লার! রবিবার সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, বেইরুটের দক্ষিণে যেখানে ইজরায়েল হামলা চালিয়েছিল সেখান থেকেই হিজবুল্লা প্রধানের দেহ উদ্ধার হয়েছে এবং তা অক্ষত অবস্থায় রয়েছে।
শুক্রবার রাতে ইজরায়েলের অতর্কিতে হামলার পর থেকেই খোঁজ মিলছিল না লেবাননের সশস্ত্র হিজবুল্লা গোষ্ঠীর প্রধান হাসান নাসরাল্লার। যদিও হিজবুল্লা জানিয়েছিল দলের প্রধান ভালোই আছেন। তবে শনিবার সকালেই তাঁকে খতম করে ফেলা হয়েছে বলে দাবি করে ইজরায়েল। বেলা বাড়তেই সে কথা মেনে নেয় হিজবুল্লাও।
সূত্র মারফত জানা গিয়েছে, দেহে আঘাতের কোনও চিহ্ন নেই এবং এটি অক্ষত অবস্থাতেই রয়েছে। ইজরায়েলের এয়ার স্ট্রাইকেই মৃত্যু হয়েছে নাসরাল্লার। হামলার কয়েকঘণ্টা আগেই ইজরায়েলকে হিজবুল্লা প্রধান কোথায় রয়েছেন তা জানিয়ে দেয় ইরানের এক গুপ্তচর। সেই সূত্র ধরেই হামলা চালায় ইজরায়েল।
রবিবার সকালে নাসরুল্লার দেহ উদ্ধারকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে বলে খবর। যদিও খবরের সত্যতা কতটা তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই। ঘটনাটি আদৌ সত্যি নাকি পুরো বিষয়টাই হিজবুল্লার চাল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
জানা গিয়েছে, বেইরুটের দক্ষিণে মাটির ৬০ ফুট গভীরে অবস্থিত বাঙ্কারে ছিলেন নাসরাল্লা। শীর্ষ নেতাদের সঙ্গে সেখানেই বৈঠক করছলেন তিনি। সেই সময়েই বাঙ্কার লক্ষ্য করে ইজয়েল হামলা চালায় আকাশপথে । ফরাসি সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের এক গুপ্তচর নাকি নাসরাল্লার গোপন ডেরার কথা জানিয়ে দেন ইজরায়েলকে।
তবে নাসরাল্লার 'অক্ষত' দেহ নিয়ে একটি সূত্রের মত, পার্শ্ববর্তী এলাকায় লাগাতার হামলায় আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাক হয় নাসরাল্লার।
ইজরায়েল সেনাবাহিনীর দাবি, হিজবুল্লার প্রায় সব শীর্ষ নেতাদের এয়ারস্ট্রাইকে খতম করে দিয়েছে তারা। শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত লেবাননের দক্ষিণ বেইরুটে হিজবুল্লার শক্ত ঘাঁটিগুলি লক্ষ্য করে টানা হামলা চালিয়েছে ইজরায়েল। বেইরুটে জনবসতি এলাকাতেও বোমাবর্ষণ করে তারা। তাঁদের লক্ষ্যই ছিল হিজবুল্লা প্রধান এবং বাকি শীর্ষ নেতাদের খতম করা।
আইডিএফ-এর দাবি, টানা এয়ারস্ট্রাইকে প্রায় সকলেই নিকেশ হয়েছে। আর বড় কোনও হিজবুল্লা নেতা বেঁচে নেই। এর আগে শুক্রবার রাতে বেইরুটে ইজয়ায়েলি বিমান হানায় নিহত হয়েছেন হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লার মেয়ে জাইনাব নাসরাল্লা বলেও দাবি।