শেষ আপডেট: 14th March 2025 17:23
দ্য ওয়াল ব্যুরো: ফের পাকিস্তানের (Pakistan) মসজিদে (Mosque) বিস্ফোরণের (Blast) ঘটনা ঘটল। খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণে ওয়াজিরিস্তানের এক মসজিদে আত্মঘাতী হামলা হয়েছে বলে খবর। স্থানীয় এক ইসলামিক নেতাকে 'টার্গেট' করে এই হামলা চালানো হয়েছে বলে আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর না মিললেও জানা গেছে, ওই নেতা সহ আরও একাধিকজন হামলায় গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে শিশুও রয়েছে।
শুক্রবার দুপুরে মৌলানা আব্দুল আজিজ মসজিদে প্রার্থনার সময় আইইডি বিস্ফোরণ ঘটে। স্বাভাবিকভাবেই সে সময়ে মসজিদে অনেকেই ছিলেন। এই হামলার ঘটনার নেপথ্যে কোনও জঙ্গি সংগঠন রয়েছে বলে অনুমান করছে পুলিশ। তবে এখনও পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। এদিকে হামলায় আহত হওয়া নেতার পরিচয় জানা গেছে। তাঁর নাম আবদুল্লা নাদিম। তিনি খাইবার পাখতুনখোয়া প্রদেশের জামাত উলেমা ইসলাম ফাজল-এর নেতা।
চলতি সপ্তাহেই গত মঙ্গলবার বালোচিস্তানের বোলানে মাশকাফ সুড়ঙ্গে জাফর এক্সপ্রেস অপহরণ করেছিল বালোচ বিদ্রোহীরা। প্রায় ৩০ ঘণ্টা ধরে পাক সেনার অভিযানে উদ্ধার পান সব যাত্রীরা। এদিকে পাক সেনা দাবি করেছে, অপহরণকারীদের সকলের মৃত্যু হয়েছে। এই ঘটনার রেশ না কাটতেই পাকিস্তানের মসজিদে হামলা হল। দুই ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে মসজিদ খালি করা হয়েছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের কাজ চলছে।
যদিও পাকিস্তানের মসজিদে হামলার ঘটনা নতুন কিছু নয়। এর আগে বহুবার এমন ঘটনায় প্রাণ গেছে অনেক মানুষের। প্রত্যেকবারই কোনও না কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করে। গত মাসেই নৌশেরা জেলায় এক মসজিদে বোমা বিস্ফোরণ হয়। সেই ঘটনায় মৃত্যু হয় ৬ জনের। আবার ২০২৩ সালের জানুয়ারি মাসে পেশোয়ারের এক মসজিদে বিস্ফোরণ হয়েছিল। তাতে প্রায় ৬০ মারা গেছিলেন।