শেষ আপডেট: 15th March 2025 19:53
দ্য ওয়াল ব্যুরো: বালোচিস্তানের বোলানে মাশকাফ সুড়ঙ্গে জাফর এক্সপ্রেস অপহরণ কাণ্ডের রেশ এখনও কাটেনি। তার মধ্যে শুক্রবার পাকিস্তানের (Pakistan) এক মসজিদে আইইডি বিস্ফোরণ (IED Blast) ঘটেছে। ২৪ ঘণ্টার মধ্যে আবার হামলা হল পাকিস্তানে। এবার বালোচিস্তানের তুরবত শহরে সেনার কনভয়ে (Army Convoy) আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনায় এখনও হতাহতের খবর না পাওয়া গেলেও একাধিক সেনা জওয়ান গুরুতর আহত হয়েছেন।
জাফর এক্সপ্রেস কাণ্ডে প্রায় ৩০ ঘণ্টা ধরে পাক সেনার অভিযানে উদ্ধার পান সব যাত্রীরা। সব অপহরণকারীদের খতম করা হয়েছিল বলেও দাবি করেছিল পাকিস্তান। সেই ঘটনার পর পাকিস্তানে পর পর দুবার আইইডি হামলা স্বাভাবিকভাবেই অনেক প্রশ্ন তুলে দিয়েছে। বালোচ বিদ্রোহীদের তরফে আগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে তাঁদের পরবর্তী টার্গেট হবে ইসলামাবাদ। ঠিক তারপরেই সেনার কনভয়ে হামলার ঘটনা। এর পিছনে তাই বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-র হাত রয়েছে বলে অনুমান করছে পুলিশ।
শুক্রবার দুপুরে মৌলানা আব্দুল আজিজ মসজিদে প্রার্থনার সময় আইইডি বিস্ফোরণ ঘটেছিল। স্বাভাবিকভাবেই সে সময়ে মসজিদে অনেকেই ছিলেন। এই হামলার ঘটনার নেপথ্যে কোনও জঙ্গি সংগঠন রয়েছে বলে অনুমান করছে পুলিশ। তবে এখনও পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। এদিকে হামলায় আহত হওয়া একজনের পরিচয় জানা গেছে। তাঁর নাম আবদুল্লা নাদিম। তিনি খাইবার পাখতুনখোয়া প্রদেশের জামাত উলেমা ইসলাম ফাজল-এর নেতা। তাঁকেই নিশানা করে হামলা হয়েছিল বলে অনুমান।
যদিও পাকিস্তানের মসজিদে হামলার ঘটনা নতুন কিছু নয়। এর আগে বহুবার এমন ঘটনায় প্রাণ গেছে অনেক মানুষের। প্রত্যেকবারই কোনও না কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করে। গত মাসেই নৌশেরা জেলায় এক মসজিদে বোমা বিস্ফোরণ হয়। সেই ঘটনায় মৃত্যু হয় ৬ জনের। আবার ২০২৩ সালের জানুয়ারি মাসে পেশোয়ারের এক মসজিদে বিস্ফোরণ হয়েছিল। তাতেও বহু মানুষের মৃত্যু হয়।