শেষ আপডেট: 12th September 2024 18:36
দ্য ওয়াল ব্যুরো: অতিমারী ও যুদ্ধের আতঙ্কে ঘুম উড়েছে বিল গেটসের। অতিমারীর মতো পরিস্থিতি এলে তার ভয়াবহতা নিয়ন্ত্রণ করতে পারবে কি না বিশ্বের বিভিন্ন দেশ, তা ভাবাচ্ছে তাঁকে। পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ বাঁধলে কোন দেশ কেমন আচরণ করবে তা নিয়ে চিন্তিত তিনি।
সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা জানিয়েছেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের যা অবস্থান ও পরিস্থিতি তাতে যেকোনও মুহূর্তে যুদ্ধ লেগে যেতে পারে। আগামী ২৫ বছরে কোভিডের মতোই অতিমারী আবার হতে পারে। প্রশ্ন উঠছে, সেই পরিস্থিতি সামলাতে আদৌ প্রস্তুতি নিচ্ছে কিনা দেশগুলি। এমন হলে যুক্তরাষ্ট্র কী ভূমিকা পালন করবে সে নিয়েও দ্বন্দ্বে রয়েছেন তিনি।
২০২২ এ প্রকাশিত 'হাউ টু প্রিভেন্ট দ্য নেক্সট প্যান্ডেমিক' বইয়ে আগামী অতিমারীর আঁচ করে আগের অতিমারীর সঙ্গে তুলনা করে বিভিন্ন সরকারকে কার্যত তুলোধনা করেছেন তিনি।
বিগত বেশ কয়েক বছর ধরেই অতিমারী নিয়ে সতর্ক করে আসছেন এই ধনকুবের। কোভিডের অনেক আগে ২০১৫ সালে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে 'সুপার ভাইরাস' আসছে। আর তাই তাঁর কথা ভাবাচ্ছে বিশেষজ্ঞদের।