শেষ আপডেট: 18th October 2024 10:45
দ্য ওয়াল ব্যুরো: কানাডায় খলিস্তানি নেতাকে হত্যায় সে দেশের ভারতীয় দূতাবাসের যোগ থাকার অভিযোগ ঘিরে কূটনৈতিক বিবাদ চরমে উঠেছে। দুই দেশই একে অপরের কূটনীতিকদের বহিষ্কার করেছে। এমন অস্থির পরিস্থিতিতে ভারতের অস্বস্তি বাড়িয়ে দিল মার্কিন প্রশাসনের দাবি।
মার্কিন নাগরিক গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার চেষ্টায় ভারতীয় এজেন্টের যোগ ছিল বলে আগেই অভিযোগ করেছিল বাইডেন প্রশাসন। ভারতীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে সে দেশের আদালতে স্থানীয় প্রশাসন নথিপত্র দিয়ে দাবি করেছে, অভিযুক্ত ব্যক্তির নাম বিকাশ যাদব। সে ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা র (রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং)-এর প্রাক্তন অফিসার।
জন্ম সূত্রে ভারতীয় শিখ পান্নুন দীর্ঘদিন আমেরিকা প্রবাসী। সে দেশের নাগরিকত্বও পেয়েছেন এই খলিস্তানি নেতা। মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই তিনি খলিস্তানের সপক্ষে আন্দোলন পরিচালনা করে আসছেন। শিখস পর জাস্টিসের নেতা পুন্নুনকে হত্যার চেষ্টা মার্কিন গোয়েন্দাদের তৎপরতায় ব্যর্থ হয়। তারা প্রাথমিক তদন্তের পর অভিযোগ করে এই কাজে ভারতীয় এজেন্টরা যুক্ত ছিল।
গত বছর চেক প্রজাতন্ত্রের পুলিশ ভিন্ন একটি মামলায় নিখিল গুপ্ত নামে এক ভারতীয়কে গ্রেফতার করে। পরে মার্কিন গোয়েন্দারা জানতে পারেন নিখিল পান্নুনকে হত্যার অন্যতম ষড়যন্ত্রকারী। চেক প্রশাসন নিখিলকে মার্কিন পুলিশের হাতে তুলে দিয়েছে। সে এখন মার্কিন কারাগারে বন্দি।
বৃহস্পতিবার মার্কিন প্রশাসন আদালতে জানিয়েছে, র-এর প্রাক্তন গোয়েন্দা বিকাশ যাদবও পান্নুনকে হত্যার চেষ্টার অন্যতম ষড়যন্ত্রকারী। তবে ওই ব্যক্তিকে ধরা সম্ভব হয়নি।
কানাডার অভিযোগ সে দেশে খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর হত্যায় শুধু ভারতীয় এজেন্ট নয়, সে দেশে অবস্থিত ভারতের দূতাবাসেরও যোগ ছিল। এমন গুরুতর অভিযোগ ঘিরে দু-দেশের বিবাদের মাঝেই মার্কিন প্রশাসনের নথিপত্র নয়া দিল্লির জন্য বাড়তি চাপ তৈরি করল সন্দেহ নেই।
এমন সময় মার্কিন প্রশাসন আদালতে নথি পেশ করেছে যখন ভারতের একটি প্রতিনিধি দল সে দেশে পুন্নুনকে হত্যার ষড়যন্ত্র নিয়ে আমেরিকার অভিযোগ খতিয়ে দেখতে সে দেশে গিয়েছে। গত সোমবার ভারতের প্রতিনিধি দলটি আমেরিকায় গিয়ে সে দেশের প্রশাসনের সঙ্গে আলোচনা চালাচ্ছে। মার্কিন অভিযোগ খতিয়ে দেখতে নয়া দিল্লি কয়েক মাস আগেই উচ্চপর্যায়ের অনুসন্ধান কমিটি গড়েছিল।