Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
২১ জুলাই বিজেপি যুবমোর্চার উত্তরকন্যা অভিযানের অনুমতি দিল হাইকোর্ট, মানতে হবে শর্তকোনও সিভিক ভলেন্টিয়ার ঢুকতে পারবেন না নবান্নে, জারি হল নিষেধাজ্ঞাসোনা পাচারের দায়ে কন্নড় অভিনেত্রী রানিয়া রাওয়ের এক বছরের জেলগরমে চাষবাস থাকে না তো ওই সময়েই খুনখারাপি বেশি হয়, পুলিশ কর্তার অদ্ভূত যুক্তিছাত্র সংসদের নির্বাচনের বিজ্ঞপ্তি নিয়ে কী ভাবছে রাজ্য? দু'সপ্তাহের মধ্যে জানাতে নির্দেশহৃদরোগে এআই কি গেম চেঞ্জার? কতটা এগোচ্ছে প্রযুক্তি, বাধাই বা কী কী? আলোচনায় ডাক্তারবাবু'ওদের জড়িয়ে ধরে...' মহাকাশের শূন্যতায় ১৮ দিনের 'ক্লান্তি' শেষে বাড়ির গন্ধ পেলেন শুভাংশুমালয়েশিয়ার পথে পাশাপাশিই আয়োজিত ভারতীয় বিয়ে ও চিনা শেষকৃত্য, দুই পরিবারের অনন্য বোঝাপড়াঅতিরিক্ত তৈলাক্ত খাবারের বিপদ নিয়েও পড়ুয়াদের মধ্যে সচেতনতা চায় CBSE, স্কুলগুলিকে নির্দেশিকা২১ জুলাইয়ের সভা নিয়ে বিরক্ত হাইকোর্ট! 'জনগণ কত সহ্য করবে? সিপি কি মুচলেকা দেবেন?'
Barack Obama - Michelle Obama

প্রেমদিবসে একে অপরকে ভালবাসার বার্তা, ডিভোর্স জল্পনার মাঝে কী লিখলেন ওবামারা

প্রেমদিবসে একে অপরকে ভালবাসায় মোড়ানো পোস্ট করে শুভেচ্ছা জানালেন ওবামারা। কী লিখলেন তাঁরা?

প্রেমদিবসে একে অপরকে ভালবাসার বার্তা, ডিভোর্স জল্পনার মাঝে কী লিখলেন ওবামারা

বারাক ওবামা এবং মিশেল ওবামা

শেষ আপডেট: 15 February 2025 05:59

দ্য ওয়াল ব্যুরো: তাঁদের ডিভোর্সের জল্পনা চলছে। শেষ বেশ কয়েকটি অনুষ্ঠানেও বারাক ওবামা এবং মিশেলকে একসঙ্গে দেখা যায়নি। এরই মাঝে খবর ছড়ায় অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের সঙ্গে পরকীয়ার জড়িয়েছেন বারাক। তাহলে কি দুজনের মধ্যে দূরত্ব আরও বাড়ল? অনেক প্রশ্নচিহ্নের মধ্যেই প্রেমদিবসে একে অপরকে ভালবাসায় মোড়ানো পোস্ট করে শুভেচ্ছা জানালেন ওবামারা। কী লিখলেন তাঁরা?

ভ্যালেনটাইন্স ডে-তে নিজের 'ভ্যালেনটাইন'কে নিয়ে সেলফি তুলেছেন বারাক। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন, ''৩২ বছর একসঙ্গে আছি। আজও তোমাকে দেখলে শ্বাস যেন বন্ধ হয়ে যায়...''।

এই পোস্টেরই পাল্টা মিশেল লেখেন, ''একমাত্র ব্যক্তি যার ওপর সবসময় ভরসা রাখতে পারি, সেটা হলে তুমি। আমার ভরসা...''। 

সম্প্রতি স্ত্রীর জন্মদিনে বারাক ওবামা দুজনের ছবি দিয়ে সুন্দর একটি পোস্ট করেছিলেন। লিখেছিলেন, 'তুমি আমার জীবনের ভালবাসা। তোমার সঙ্গে পথ চলতে পেরে আমি ভাগ্যবান...'। কিন্তু তারপরও সমাজমাধ্যমের চিন্তা দূর হয়নি তাঁদের নিয়ে। এরই মাঝে উঠে আসে জেনিফার অ্যানিস্টনের বিষয়টি। মিশেল ও বারাকের মধ্যে সম্পর্ক খুব একটা ভাল না থাকায় তাঁকে নিয়েই চর্চা শুরু হয়।

গত ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই শপথগ্রহণ অনুষ্ঠানে বারাক ওবামা থাকলেও আসেননি তাঁর স্ত্রী মিশেল ওবামা। প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রাক্তন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডিরা উপস্থিত থাকেন। কোনও স্পষ্ট নিয়ম না থাকলেও এই প্রথা চলে আসছে বছর বছর ধরে। ডিভোর্স জল্পনার মাঝে মিশেলের অনুষ্ঠানে যোগ না দেওয়ার বিষয়টি চোখে লাগে সকলের। তারপর থেকেই একে একে গুঞ্জন। 


ভিডিও স্টোরি