Date : 16th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
জানোয়ারের খাবার, 'অখাদ্য বিরিয়ানি' স্পাইস জেটের কর্মীকে খেতে বাধ্য করলেন ক্ষুব্ধ যাত্রীরাইজরায়েলের ছায়াযুদ্ধ: কীভাবে কাজ করে তাদের গোয়েন্দা সাম্রাজ্যপ্রেমে নাকি ভাঙন! মুম্বইয়ের রাস্তায় কার হাতের ছবি দিয়ে ভালবাসার উদযাপন দেবের? Digha Jagannath Temple: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই দিঘার হোটেল নিয়ে পুলিশের বড় পদক্ষেপউজ্জ্বল, দাগমুক্ত ত্বকের গোপন রহস্য বিটরুটের আইস কিউব! ভাইরাল এই দাবি কি সত্যি?মিঠুনের প্রথম স্ত্রীও ছিলেন অভিনেত্রী, চার মাসের বিয়ে থেকে পেয়েছিলেন চার দশকের যন্ত্রণাবাড়িতে একা থাকলেই ‘রবীন্দ্রনাথ’ হয়ে যেতাম: প্রিয়াংশু পুজোর থিম অপারেশন সিঁদুরবাংলার দুয়ারে ঘূর্ণাবর্ত! বড় আপডেট শোনাল আলিপুররাজাকে খুনের ষড়যন্ত্রে জড়িত সোনমের বাবা-মা ও দাদা! নারকো টেস্টের দাবি রঘুবংশী পরিবারের
Balochistan - Pakistan

পাকিস্তানের ৫১টি জায়গায় নতুন করে হামলা বালোচ বিদ্রোহীদের, ভারতকেও বড় আশ্বাসবার্তা

ভারতের প্রত্যাঘাতে নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান। সে দেশ এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা।

পাকিস্তানের ৫১টি জায়গায় নতুন করে হামলা বালোচ বিদ্রোহীদের, ভারতকেও বড় আশ্বাসবার্তা

ফাইল ছবি

শেষ আপডেট: 12 May 2025 13:54

দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রত্যাঘাতে নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান। সে দেশ এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা। ১০০-র বেশি জঙ্গি নিকেশ হয়েছে বলেও দাবি। পাকিস্তান এর বদলা নিতে পাল্টা ড্রোন হামলাও চালায়। কিন্তু কোনও লাভ করতে পারেনি। ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে পাকিস্তানে আরও বড় হামলার ছক করেছে বালোচ বিদ্রোহীরা। ইতিমধ্যে পরপর আক্রমণ করাও হয়েছে।

গত ৭ মে থেকে ভারত-পাক যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। শনিবার থেকে যুদ্ধবিরতি ঘোষণা হলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। এই অবস্থায় বালোচ বিদ্রোহীরা আলাদা করে হামলা করেছে পাকিস্তানের একাধিক জায়গায়। তাঁদের তরফে বিবৃতি পেশ করা হয়েছে এবং তাতে বলা হয়েছে, পাক সেনার দখলে থাকা অন্তত ৫১টি জায়গায় তারা নতুন করে হামলা চালিয়েছে। শুধু তাই নয়, ভারতের উদ্দেশে বড় বার্তাও দিয়েছে বালোচ বিদ্রোহীরা। সন্ত্রাসবাদ দমনে তাঁরা যে ভারতের পাশে রয়েছে, সেই আশ্বাস দেওয়া হয়েছে।

বালোচ লিবারেশন আর্মি বা বিএলএ-র সাফ কথা, ভারত যদি জঙ্গিদের আশ্রয় দেওয়া পাকিস্তানকে সম্পূর্ণ ধ্বংস করার অভিপ্রায় নেয় তাহলে বালোচ আর্মি তাঁদের পাশে থাকবে। পশ্চিম পাকিস্তানি সীমান্তও তাঁরা হামলা করতে প্রস্তুত। ভারতের সিদ্ধান্ত শুধু তাঁরা মানবে না, অস্ত্র এবং সেনা দিয়েও ভারতকে সাহায্য করতে তৈরি বিএলএ। জানান হয়েছে এমনটাই।

সন্ত্রাসবাদের আঁতুড়ঘর পাকিস্তানকে শেষ করার এটাই মোক্ষম সময় বলে দাবি করেছে বিএলএ। তাঁদের কথায়, এখনও যদি পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা না ভাবা হয়, তাহলেও বালুচিস্তান তাদের বিদ্রোহ একাই চালিয়ে যাবে এবং ততদিন চালিয়ে যাবে যতদিন না স্বাধীনতা মেলে। বিএলএ-র এও বক্তব্য, পাকিস্তানের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে যত দেরি হবে, ততই বেশি রক্তপাত হবে। 

বালুচিস্তানে জোড়া বিস্ফোরণ ঘটানো হয়েছিল পাকিস্তানের সেনা কনভয়ে। সেই ভিডিও ইতিমধ্যে প্রকাশ্য এসেছে। তাতে দেখা যাচ্ছে, পাহাড়ি রাস্তায় পাক সেনার গাড়ি চলতে চলতেই বিস্ফোরণে উড়ে গেল। বোলানের শোরকান্ডে সেনা কনভয়ে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছিল। তাতে ১২ জন পাক জওয়ান প্রাণ হারান। পরবর্তী সময়ে কেছের কুলাগ তিগরানেও বিস্ফোরণ হয়। তাতে দু'জনের মৃত্যু হয়েছে।

বালোচ লিবারেশন আর্মির তরফে জানানো হয়েছে, পাকিস্তানের সেনা তাঁদের জমি দখলের চেষ্টা করছে। তাই আগামী দিনে এমন হামলার সংখ্যা বাড়বে। তাঁরা ছেড়ে কথা বলবে না।


ভিডিও স্টোরি