শেষ আপডেট: 13th March 2025 18:11
দ্য ওয়াল ব্যুরো: বালুচিস্তান লিবারেশন আর্মি বৃহস্পতিবার পাকিস্তানি সেনার দাবি নস্যাৎ করে দিল। বুধবার রাতেই পাকিস্তান সেনাবাহিনী দাবি করে যে, তাদের স্নাইফার শ্যুটাররা বালুচ জঙ্গিদের নিকেশ করে ট্রেন থেকে অপহৃত যাত্রীদের উদ্ধার করেছে। কিন্তু, বৃহস্পতিবার বিকেলের মধ্যে বালুচিস্তান লিবারেশন আর্মি এক বিবৃতিতে জানিয়ে দেয়, পাকিস্তান পরাজয় গোপন করছে। আসল সত্য হচ্ছে, এই লড়াই এখনও চলছে এবং পাকিস্তানের দিকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যা ওরা সকলের সামনে গোপন করার চেষ্টা করছে।
এর আগে পাক সেনাবাহিনী দাবি করে যে জাফফর এক্সপ্রেসের পণবন্দিদের উদ্ধার করা হয়েছে এবং বালুচিস্তান লিবারেশন আর্মির সব জঙ্গিকে খতম করেছে। কিন্তু, পাক বাহিনীর এই দাবি নস্যাৎ করে দিয়ে জঙ্গি গোষ্ঠী বলেছে, জোর লড়াই এখনও জারি আছে এবং পাক বাহিনীর ব্যাপক ক্ষতি হয়েছে। বিএলএ-র বিবৃতি বলছে, প্রকৃত সত্য হল বিভিন্ন এলাকায় লড়াই চলছে। শত্রুদের (পাক বাহিনী) ব্যাপক সেনা জওয়ান নিহত ও জখম হয়েছে। এছাড়াও ওদের সামরিক শক্তিরও ব্যাপক ক্ষতি হয়ে গিয়েছে।
বিবৃতি বলছে, শত্রুদেশের সেনাদল মোটেই জয় হাসিল করতে পারেনি। যুদ্ধক্ষেত্রে ওরা ওদের পরাজয় লুকোতে চেয়ে উল্টো প্রচার করছে। যুদ্ধজয় তো দূরঅস্ত একজন পণবন্দিকেও উদ্ধার করে নিয়ে যেতে পারেনি। বিএলএ পাকিস্তানি সেনাকে অভিযুক্ত করে বলেছে, ওরা বিভ্রান্তিমূলক, অসত্য প্রচার করে বেড়াচ্ছে। যে সেনাদের উদ্ধার করা হয়েছে বলে ওরা দাবি করছে, আসলে তাদের আমরা ছেড়ে দিয়েছি। আন্তর্জাতিক বিধি ও যুদ্ধের নৈতিকতা রক্ষা করতে আমরা তা করেছি।
বিএলএ-র আরও অভিযোগ, যোদ্ধাদের সঙ্গে এঁটে উঠতে না পেরে পাক বাহিনী এখন সাধারণ বালুচদের আক্রমণের শিকার করছে। বলা হয়েছে, আমরা পাকিস্তানকে বন্দি প্রত্যর্পণের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু ওরা তা প্রত্যাখ্যান করেছে। পাকিস্তান বন্দিদের মৃত্যুর হাতে ঠেলে দিয়ে আলোচনার প্রস্তাব অগ্রাহ্য করে দিয়েছে। সে কারণে এত মৃত্যুর দায় পাকিস্তানকেই নিতে হবে। বিএলএ পাকিস্তানের কাছে বেসরকারি নিরপেক্ষ সাংবাদিকদের এই এলাকায় পাঠানোর চ্যালেঞ্জ ঠুকেছে। যাতে তাঁরা এসে নিজের চোখে দেখে যেতে পারেন, পাকিস্তানি বাহিনীর কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে। যদি ওরা জিতে থাকে, তাহলে সাংবাদিক পাঠাক এখানে! তাঁরাই দেখে যান কারা হেরেছে আর কারা জিতেছে। শেষে লিবারেশন আর্মি জানিয়েছে, যতক্ষণ না বালুচিস্তানের দখল ছাড়বে পাকিস্তান, ততক্ষণ এই লড়াই চলতেই থাকবে।